Gautam Gambhir: 'প্রয়োজনে আমায় আক্রমণ করুন', হর্ষিত রানাকে ট্রোল করায় ক্ষুব্ধ গৌতম গম্ভীর, দিলেন মোক্ষম জবাব
Gautam Gambhir on Harshit Rana: গৌতম গম্ভীর মূলত কৃষ্ণমাচারি শ্রীকান্তের ইউটিউব চ্যানেলে হর্ষিতের বিষয়ে তাঁর মন্তব্যের প্রসঙ্গ টেনে জানান এমন কটূক্তি ২৩ বছরের একজন বালকের ওপর মানসিকভাবে প্রভাব ফেলে।

নয়াদিল্লি: ভারতের হয়ে তিন ফর্ম্যাটে সুযোগ পাওয়া গুটিকয়েক ক্রিকেটারের মধ্যে অন্যতম হর্ষিত রানা (Harshit Rana)। তবে সাম্প্রতিক সময়ে বারংবার বিভিন্ন মহল থেকে জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সেই তালিকায় রয়েছেন আর অশ্বিন, কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটাররাও। এবার তাঁদের একহাত নিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়া চ্য়ানেলে প্রাক্তন নির্বাচকপ্রধান শ্রীকান্ত মশকরা করে দাবি করেছিলেন হর্ষিত রানাই সম্ভবত গম্ভীরের ভারতীয় দলের শিটে প্রথম নাম। ভারতীয় কোচ ও হর্ষিতের কেকেআর যোগ টেনে এনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। ভারতীয় ফাস্ট বোলারকে কটাক্ষ করেন। এমনকী নীতীশ কুমার রেড্ডিরও ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন শ্রীকান্ত। এবার সেইসব কিছু নিয়েই মুখ খুললেন ভারতীয় কোচ।
গম্ভীরকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ মূলত শ্রীকান্তের কথার জবাবে বলতে শোনা যায়, 'দেখুন আমি সত্যি বলছি এই পুরো ঘটনাটা ভীষণই লজ্জাজনক। কেউ যদি নিজের ইউটিউব চ্যানেল চালানোর জন্য ২৩ বছর বয়সি ক্রিকেটারদের সমালোচনা করেন, তাহলে সেটা অন্যায্যই। ওর (হর্ষিত) বাবা তো প্রাক্তন চেয়ারম্যান বা প্রাক্তন ক্রিকেটার বা এনআরআই নন। ও নিজের দমে ক্রিকেটটা খেলে এবং সেটাই করবে। এমন ব্যক্তিবিশেষকে আক্রমণ করা অন্যায্য। লোকেদের পারফরম্যান্সের জন্য তাদের সমালোচনা ঠিক আছে এবং তারপর তো নির্বাচকরা রয়েইছে। একটা ২৩ বছর বয়সির বিষয়ে যদি সোশ্যাল মিডিয়ায় জঘন্য কথাবার্তা বলা হয়, তাহলে সেটা ওর ওপর মানসিকভাবে কী প্রভাব ফেলতে পারে? আপনার ছেলে যদি কাল ক্রিকেট খেলে এবং এমন কুটূক্তির শিকার হয়, তখন কেমন লাগবে ভাবুন।'
গম্ভীর আরও দাবি করেন সমালোচনা যদি কারুর করতেই হয়, তাহলে হর্ষিত নয়, তাঁর সমালোচনা করা হোক। 'ওর বয়স ৩৩ নয়, ও ২৩ বছর বয়সি একটা বাচ্চা। প্রয়োজনে আমায় আক্রমণ করুন, আমি সেটা সামলে নিতে পারব, ও তো ২৩ বছরের একটা ছেলে। তাই এমনভাবে ওকে বলাটা একেবারেই মানা যায় না। ভারতীয় ক্রিকেটের প্রতি তো কিছু নৈতিক দায়িত্ব থাকবে। নিজের ইউটিউব চ্যানেল চালাতে তাই এমন মন্তব্য করবেন না। এটা শুধু হর্ষিতের জন্য বলছি, বাকিদের ভবিষ্যতের কথা ভেবেও বলছি।' বলেন ভারতীয় কোচ।




















