Gongadi Trisha: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় ওপেনারের ইতিহাস, প্রথম মহিলা হিসাবে সেঞ্চুরি হাঁকালেন তৃষা
ICC Women's U-19 T20WC 2025: সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তৃষার সেঞ্চুরিতে ভর করে ভারতীয় দল এক উইকেটে ২০৮ রান তোলে।

কুয়ালা লামপুর: স্কটল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC Women's U-19 T20WC 2025) সুপার সিক্সের ম্যাচ খেলতে নেমেছে। মঙ্গলবার কুয়ালা লামপুরের বায়ুমাস ওভালে সেই ম্যাচেই রচিত হল ইতিহাস। নয়া রেকর্ড গড়লেন এক ভারতীয়। তিনি গঙ্গাদি তৃষা (Gongadi Trisha)। স্কটিশদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। তিনিই প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন।
স্কটিশদের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে এক উইকেটের বিনিময়ে ২০৮ রান তুলল ভারতীয় দল। মূলত ভারতের দুই ওপেনারই দলের সিংহভাগ রান করেন। কামালিনি ৪২ বলে ৫১ রান করে আউট হয়ে গেলেও, অপর ওপেনার তৃষা থামেননি। ইনিংস শেষে তিনি অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন। ১৮৬-র অধিক স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৫৯ বলে ১১০ রান। দুই ওপেনার কামালিনি ও তৃষা ১৪৭ রানের পার্টনারশিপ গড়ার পর, দ্বিতীয় উইকেটেও অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন তৃষা ও সানিকা ছালকে। তিনে নামা সানিকা ২৯ রানে অপরাজিত থাকেন।
Trisha Gongadi etches her name in the record books with the first-ever century in Women's #U19WorldCup history 🤩
— T20 World Cup (@T20WorldCup) January 28, 2025
➡️ https://t.co/t2l4pLxYCq pic.twitter.com/mdmKWXi2YG
৫৩ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় ওপেনার তৃষা। ১৮তম ওভারে স্কটল্যান্ডের স্পিনার ম্যাসেইরার বলে এক রান নিয়েই নিজের শতরান সম্পূর্ণ করেন তৃষা। নিজের ইনিংসে ১৩টি চার মারার পাশাপাশি চারটি লম্বা ছক্কাও হাঁকান তৃষা। নিজের সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি ভারতের টিনএজ তারকা।
১১০ রানের এই ইনিংসের সুবাদে তৃষা চলতি অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ২৩০ রান। আগামী ম্যাচগুলিতে ভারতীয় ওপেনার যদি আর ৬৮ রান করতে পারেন, তাহলে তিনি শ্বেতা শেরাওয়াতের রেকর্ড ভেঙে এক অনূ্র্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রান করার মালিক হয়ে যাবেন। এখন দেখার বিষয় তিনি সেই রেকর্ড ভাঙতে পারেন কি না। আর ভারতীয় দল নাগাড়ে দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় কি না, সেইদিকে এক নজর তো সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরই থাকবে। তবে সবার আগে লক্ষ্যে এই ম্য়াচে স্কটিশদের বিরুদ্ধে জয়লাভ।
আরও পড়ুন: চার বছর পর প্রত্যাবর্তন এবি ডিভিলিয়ার্সের, কোন টুর্নামেন্টে খেলবেন তিনি?




















