Asia Cup 2025: এশিয়া কাপে অশালীন অঙ্গভঙ্গি করে নির্বাসিত হ্যারিস রউফ, বুমরা, সূর্যদেরও কি শাস্তি দিল আইসিসি?
IND vs PAK: এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের খেলার পাশাপাশি মাঠে দুই দলের ক্রিকেটারদের আচার আচরণ ও অঙ্গভঙ্গি বারংবার খবরের শিরোনামে চলে আসে।

দুবাই: দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। এমন পরিস্থিতিতে এবারের এশিয়া কাপে তিন তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ২২ গজের লড়াইয়ে প্রতিবারই পাকিস্তানকে (IND vs PAK) মাত দেয় টিম ইন্ডিয়া। তবে খেলার পাশাপাশি মাঠে দুই দলের ক্রিকেটারদের আচার আচরণ ও অঙ্গভঙ্গি বারংবার খবরের শিরোনামে চলে আসে। সেইসব নিয়ে আইসিসির কাছএ অভিযোগও করা হয়। এতদিনে সেই অভিযোগগুলির শাস্তি ঘোষণা করল ক্রিকেটের আইসিসি (ICC)।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে হ্যারিস রউফকে (Haris Rauf) দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। চলতি পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার দুই ওয়ান ডে সিরিজ়ের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না হ্যারিস । রউফকে এশিয়া কাপের দুইটি ম্যাচের জন্য শাস্তি দেওয়া হয়েছে। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্য়াচ এবং এশিয়া কাপ ফাইনালের তাঁর আচরণের জন্য দুই করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং তাঁর ৩০ শতাংশ ম্যাট ফি কাটা হয়েছে। দুই ম্যাচে দুই করে মোট চার ডিমেরিট পয়েন্ট পান হ্যারিস রউফ ।
আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের সময়কালে চার ডিমেরিট পয়েন্ট পেলে তার অর্থ দাঁড়ায় দুই সাসপেনশন পয়েন্ট। এক্ষেত্রে হয় এক টেস্ট ম্যাচ, নয়তো দুই টি-টোয়েন্টি বা ওয়ান ডে ম্যাচে নির্বাসিত হতে হয়। এগুলির মধ্যে উক্ত খেলোয়াড়টি যে ফর্ম্যাট আগে খেলবেন, সেই ফর্ম্যাটেই তিনি নির্বাসিত হবেন। রউফ যেহেতু এই সময় ওয়ান ডে খেলছেন। তাই তাঁকে সেক্ষেত্রে দুই ওয়ান ডে ম্যাচের জন্যই নির্বাসিত করা হয়েছে । তবে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার শাহিবজাদা ফারহানকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি সরকারিভাবে সাবধান করা হয়।
অপরদিকে, সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav) ও যশপ্রীত বুমরাও (Jasprit Bumrah) শাস্তির হাত থেকে রক্ষা পেলেন না। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সবটা খতিয়ে দেখে খেলাকে অসম্মান করার জন্য ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটার পাশাপাশি দুই ডেমিরিট পয়েন্ট শাস্তিস্বরূপ দেন। এশিয়া কাপের ফাইনালে নিজের অঙ্গভঙ্গির জন্য বুমরাকেও এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি সাবধান করা হয়। বুমরা সেই শাস্তি মেনে নেওয়ায় এই বিষয়ে আর কোন শুনানি হবে না।




















