IND vs BAN: 'নিজেকে বলছিলাম, আমি পারবই'..রোহিতদের হারিয়ে বলছেন মিরাজ
Mehidy Hasan Miraz: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবার ব্যাটারদের ব্যর্থতার দিকে আঙুল তুললেন। ব্যাটাররা যথেষ্ট রান তুলতে পারেননি, একেবারে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন রোহিত।
ঢাকা: শেষ উইকেটে ৫০ রানের ওপর পার্টনারশিপ। রেকর্ড গড়ে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দুরন্ত জয়। গতকাল থেকেই বাংলাদেশ (Bangladesh) শিবিরে নায়ক মেহদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। ৩৯ বলে ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন এই তরুণ অলরাউন্ডার। ম্যাচ জয়ের পর কী বলছেন মিরাজ?
মিরাজের বক্তব্য
ভারতের বিরুদ্ধে জয়ের পর ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে মেহদি হাসান মিরাজ বলছেন, ''লোকে শুনে হয়ত পাগল ভাববে আমাকে। কিন্তু গতকাল আমি সত্যিই ভেবেছিলাম যে ম্যাচটা জিততে পারব আমরা। আমি ভেবে রেখেছিলাম এবাদতের সঙ্গে ১৫ রান, হাসান মাহমুদের সঙ্গে ২০ ও বাকি ১৫-২০ রান মুস্তাফিজুরের সঙ্গে জুটি বেঁধে তুলে দেব। কিন্তু পরপর ২ উইকেট পরে যাওয়ায় আমাদের কাছে ডু অর ডাই ম্যাচ হয়ে গিয়েছিল। আমাকে রিস্ক নিতে হতই। আর মুস্তাফিজের কথা আমাকে আরও ভরসা জুগিয়েছিল।''
কী বলছিলেন ফিজ? মেহদি বলছেন, ''মুস্তাফিজ আমাকে ক্রিজে বলছিল যে ওকে নিয়ে যেন চিন্তা না করি। যে কোনওভাবেই হোক ও বল আটকে দেবে শরীর দিয়ে হোক বা ব্যাট দিয়ে। কিন্তু আউট হবে না। এই কথাটাই আমাকে আরও বিশ্বাস দিয়েছিল।''
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবার ব্যাটারদের ব্যর্থতার দিকে আঙুল তুললেন। ব্যাটাররা যথেষ্ট রান তুলতে পারেননি, একেবারে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন রোহিত। তবে বোলারদের লড়াইকে কুর্নিশ জানাতেও ভোলেননি তিনি। রোহিত বলেন, 'ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচে আমরা ব্যাট ভাল না করলেও, দুরন্তভাবে লড়াইয়ে ফিরে আসি। বোলাররা খুব ভাল বোলিং করে শেষ পর্যন্ত আমাদের লড়াইয়ে রেখেছিল। শেষমেশ আরও একটা উইকেট নিতে পারলে তো ভালই হতো। তবে আমার গোটা ইনিংস জুড়েই ভাল বল করি। সমস্যা হল বোর্ডে যথেষ্ট রানই ছিল না। আরও ৩০ থেকে ৪০ রান যদি করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হলেও, হতে পারত। কেএল এবং ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) দলকে সেই দিকে এগিয়েও নিয়ে যাচ্ছিল। কিন্তু মিডল অর্ডারে আমরা একটু বেশিই উইকেট হারিয়ে ফেলে এবং সেখান থেকে ফিরে আসাটা কোনও সময়েই সহজ নয়।'
১৩৬ রানে বাংলাদেশ নবম উইকেট হারালে, একসময় মনে হচ্ছিল ভারত হয়তো ম্যাচ জিতে যাবে। তবে ভারত আর জয়ের মাঝে বাঁধা হয়ে দাঁড়ান বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে দশম উইকেটে রেকর্ড ৫১ রানের পার্টনারশিপ গড়েন সিরাজ। এই পার্টনারশিপে ভর করেই জয় পেল বাংলা টাইগাররা। মিরাজ ৩৮ রানে অপরাজিত থাকেন।