IND vs NZ: দুই দলের কাছেই নিয়মরক্ষার শেষ লিগ ম্যাচ, সেমির প্রস্তুতি সারতে আজ ভারতীয় একাদশে বদল হবে?
ICC Champions Trophy: ভারতীয় দল তাদের লিগের ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডও এই দুই প্রতিপক্ষকে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে।

দুবাই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) লিগ পর্বের একেবারে শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তাদের প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড। টুর্নামেন্টে দুটো দলই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আজকের ম্যাচ পুরোটাই নিয়মরক্ষার হতে চলেছে।
ভারতীয় দল তাদের লিগের ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডও এই দুই প্রতিপক্ষকে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে। আইসিসি ইভেন্টে সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি ভারতীয় দল কিউয়িদের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত একবার মাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ২০০০ সালে। সেই ম্যাচেও ভারত হেরে গিয়েছিল।
ভারতীয় দলের মত কিউইরা চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত ৮টি ৫০ ওভারের ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ নিউজিল্যান্ড হেরেছে চলতি বছর। অন্য়দিকে ভারতীয় দলও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় ছাড়াও চ্য়াম্পিয়ন্স ট্রফিতে টানা ২ টো ম্য়াচ জিতেছে। রবিবার আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চ্যালেঞ্জ হতে পারে কিউয়ি শিবিরের অনফর্ম স্পিনার। মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের স্পিন আক্রমণ ভারতের মিডল অর্ডারকে কিছুটা সজাগ রাখতে হবে। এক্ষেত্রে ভারতের ভরসা হতে পারেন মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি ও কে এল রাহুলের স্ট্রাইক রেট খুব একটা ভাল নয়। তাই শ্রেয়স আইয়ারকে বাড়তি দায়িত্ব নিতেই হবে। ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে শ্রেয়স স্পিনের বিরুদ্ধে ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন, পাঁচটি ছক্কাও হাঁকিয়েছিলেন।
View this post on Instagram
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাবে কি? ঘটনা হচ্ছে, রোহিত শর্মা পুরো ফিট নন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছিল রোহিতের। তারপর থেকে ভারতের নেটেও দেখা যায়নি হিটম্যানকে। শোনা যাচ্ছে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিতকে খেলানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে রোহিতকে। যাতে তিনি সম্পূর্ণ ফিট অবস্থায় সেমিফাইনালে মাঠে নামতে পারেন। তবে শেষমেশ এমনটা হয় কি না, সেটাই দেখার বিষয়।




















