ICC Champions Trophy 2025: পাকিস্তানেই কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্য়াচ খেলতে হবে ভারতীয় দলকে?
IND vs AUS: মঙ্গলবার যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজেদের জায়গা পাকা করল, সেই অজ়ি দলের অধিনায়ক স্টিভ স্মিথও কিন্তু এই বাড়তি সুবিধা পাওয়ার তত্ত্বকে খারিজ করে দিয়েছেন।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাের ভেন্যু নির্ধারিত হয়ে গিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই এটা ঠিক ছিল যে পাকিস্তানের মাটিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলেও ভারত তাদের সব ম্য়াচই খেলতে নামবে দুবাইয়ে। এমনকী যদি ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ও ফাইনালে জায়গা পাকা করে নেয়, সেক্ষেত্রেও অন্য কিছু হবে না।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। সেই ম্য়াচটিও দুবাইয়ে হয়েছে। ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে রোহিত বাহিনী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত ফাইনাল খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ম্য়াচের মধ্যে যে দল ফাইনালে জায়গা করে নেবে, তাঁরাও ভারতের বিরুদ্ধে ফাইনালে দুবাইয়ের মাঠেই খেলতে নামবে।
এদিকে, ভারত দুবাইয়ে সব ম্য়াচ খেলছে, এই বিষয়ে আইসিসি তাদের বাড়তি সুবিধে দিচ্ছে, এমনই অভিযোগ এনেছেন অনেক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর এইসব সমালোচনাকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। অজ়িদের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ গম্ভীর বলেন, 'কীসের বাড়তি সুবিধা? আমরা আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করি। সেখানের পরিস্থিতি তো মাঠের পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন। কিছু কিছু লোকের স্বভাব সবকিছু নিয়েই কথা বলা। তাঁদের নিজেদের বদলানো উচিত।' গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দারুণ খেললেও, এখনও ভারত যে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি, তা কিন্তু গম্ভীর ভালভাবেই জানেন। 'আমাদের এই টুর্নামেন্টটা এখনও পর্যন্ত নিখুঁত কেটেছে। কিন্তু আরও একটা ম্যাচ বাকি রয়েছে।'
View this post on Instagram
মঙ্গলবার যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজেদের জায়গা পাকা করল, সেই অজ়ি দলের অধিনায়ক স্টিভ স্মিথও কিন্তু এই বাড়তি সুবিধা পাওয়ার তত্ত্বকে খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, 'দেখুন এসব তত্ত্ব আমি মানি না। ভারতীয় দল এখানে খুবই ভাল ক্রিকেট খেলেছে। এখানকার পিচ ওদের খেলার ধরনের পরিপূরক। যে ধরনের ফাস্ট বোলাররা রয়েছেন, এতগুলো স্পিনার রয়েছে, তার লাভ পাচ্ছে ভারত। ওরা ভাল খেলেছে। আমাদের থেকে ভাল খেলেছে এবং যোগ্য দল হিসাবেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে।'




















