ICC Cricket Rule: ক্রিকেটের আইনে বড়সড় পরিবর্তন করল আইসিসি, বদলে যাচ্ছে ওয়ান ডে-র নিয়মও
ICC: নতুন নিয়ম অনুসারে, এখন কোনও ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে শূন্যে থাকা অবস্থায় বলকে দু'বার বা তার বেশিবার স্পর্শ করেন, তবে সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হবে না।

দুবাই: ক্রিকেটে শুধু চার-ছক্কাই নয়, অসাধারণ ক্যাচও রোমাঞ্চে দর্শকদের সিট থেকে উঠতে বাধ্য করে। বিশেষ করে বাউন্ডারিতে নেওয়া এক ধরনের ক্যাচ এখন খুব নিয়মিত হয়ে গিয়েছে। যেখানে ফিল্ডাররা শূন্যে লাফিয়ে উঠে, বল ছুড়ে বাউন্ডারির বাইরে গিয়ে, আবার ভেতরে ফিরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন। ICC এবার এই ধরনের ক্যাচের উপর রাশ টানতে চলেছে। কারণ ICC বাউন্ডারির কাছে ধরা ক্যাচের নিয়মে বড় পরিবর্তন আনল।
ICC ক্যাচ ধরার নতুন নিয়ম তাদের নতুন প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত করেছে, এবং এই পরিবর্তন এই মাস থেকেই কার্যকর হবে। যদিও, MCC (Marylebone Cricket Club) এটিকে তাদের আনুষ্ঠানিক নিয়মে অন্তর্ভুক্ত করবে ২০২৬ সালের অক্টোবরে।
নতুন নিয়মটি কী ?
নতুন নিয়ম অনুসারে, এখন কোনও ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে শূন্যে থাকা অবস্থায় বলকে দু'বার বা তার বেশিবার স্পর্শ করেন, তবে সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হবে না, বরং এটিকে ছক্কা ঘোষণা করা হবে। অর্থাৎ, এখন ফিল্ডার বাউন্ডারির বাইরে শূন্যে লাফিয়ে বলকে বারবার স্পর্শ করতে পারবেন না।
এর সবচেয়ে আলোচিত উদাহরণ বিগ ব্যাশ লিগ ২০২৩-এ দেখা গিয়েছিল। অস্ট্রেলীয় খেলোয়াড় মাইকেল নেসার বাউন্ডারির বাইরে গিয়ে শূন্যে বলটি ধরেন, তারপর শূন্যে লাফিয়ে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন। তখন সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হয়েছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এমন ক্যাচ এখন অবৈধ হবে এবং ব্যাটারকে ৬ রান দেওয়া হবে।
সূর্যকুমার যাদবের ক্যাচও আলোচনায়
T20 বিশ্বকাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড় সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনে নেওয়া অসাধারণ ক্যাচও সকলের মনে আছে। যদিও সূর্যকুমারের সেই ক্যাচ নিয়মের মধ্যে ছিল। তিনি বাউন্ডারি লাইনের বাইরে বলটিকে দু'বার শূন্যে স্পর্শ করেননি, কিন্তু এখন এমন ক্যাচ নিয়ে ICC-র নিয়ম আরও বেশি কঠোর হয়েছে।
একদিনের ম্যাচের নিয়মেও বড় পরিবর্তন
ICC শুধু ক্যাচিংয়ের নিয়মেই পরিবর্তন আনেনি, বরং একদিনের ম্যাচেও একটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একদিনের ম্যাচে এখন দুটি নতুন বলের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন ৫০ ওভারের ইনিংসের প্রথম ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার করা হবে, যেমনটা এতদিন হয়ে এসেছে, কিন্তু ৩৫তম ওভার থেকে ফিল্ডিং দলকে এই দুটি বলের মধ্যে থেকে একটি বল বেছে নিতে হবে, এবং ইনিংসের বাকি ১৬ ওভার সেই একটি বল দিয়ে করতে হবে।




















