ICC ODI Ranking: বাবরের সিংহাসন ছিনিয়ে নেওয়ার দৌড়ে শুভমন ও রোহিত, আইসিসি তালিকায় কে কোথায়?
India vs England: ভারতের ওয়ান ডে দলের সহ অধিনায়ক আইসিসি ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গার আরও কাছাকাছি পৌঁছলেন। সেই সঙ্গে রোহিত শর্মার জায়গা ছিনিয়ে নিলেন তিনি।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ঠিক শুরু হওয়ার মুখে ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আমদাবাদে ভারতের তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করার দিনই সুখবর পেলেন শুভমন গিল।
ভারতের ওয়ান ডে দলের সহ অধিনায়ক আইসিসি ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গার আরও কাছাকাছি পৌঁছলেন। সেই সঙ্গে রোহিত শর্মার জায়গা ছিনিয়ে নিলেন তিনি। রোহিত শর্মা ছিলেন আইসিসি ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে দুই নম্বরে। সেই জায়গায় উঠে এলেন সতীর্থ শুভমন।
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি শুরু টুর্নামেন্ট। ভারত নামছে টুর্নামেন্টের দ্বিতীয় দিন। প্রতিপক্ষ বাংলাদেশ। তার মাঝেই সুখবর এল ভারতীয় ক্রিকেটে। ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের মধ্যে একনম্বর স্থানের কাছাকাছি পৌঁছে গেলেন রোহিত শর্মা এবং শুভমন। বর্তমান ব়্যাঙ্কিং অনুযায়ী এখনও শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন দুই ভারতীয় তারকা - রোহিত ও তাঁর ডেপুটি।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সেঞ্চুরি করে বাবরকে প্রায় ছুঁয়ে ফেলেছেন রোহিত এবং গিল। একধাপ ওপরে উঠে দুই নম্বরে চলে এসেছেন শুভমন। বাবরের সঙ্গে মাত্র পাঁচ রেটিং পয়েন্টের ফারাক তাঁর। তৃতীয় স্থানে নেমে গিয়েছেন রোহিত। যদিও হিটম্যানের সঙ্গে বাবরের ব়্যাঙ্কিং পয়েন্টের তফাত মাত্র ১৩।
কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক রোহিত। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি রোহিতের।
আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ফকর জামান। ২৯ নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। ৩৮ নম্বরে রয়েছেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ৪০ নম্বরে রয়েছেন জো রুট।
Indian batting pair rewarded for stellar displays against England in the latest ICC Men’s Player Rankings 🙌https://t.co/U0k2Z24iJi
— ICC (@ICC) February 12, 2025
বোলারদের মধ্যেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম পাঁচের মধ্যে মাত্র ১৮ রেটিং পয়েন্টের পার্থক্য। বোলারদের তালিকায় প্রথম ১৩ জনের মধ্যে ভারতের চারজন। পাঁচে কুলদীপ যাদব। মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা ১০ ও ১১ নম্বরে। প্রত্যাবর্তন ঘটিয়ে মহম্মদ শামি ১৩ নম্বরে।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
