ICC ODI WC 2027: কোথায় কোথায় আয়োজিত হবে ম্যাচ? ২০২৭ সালের বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
ODI World Cup 2027: দক্ষিণ আফ্রিকার আটটি মাঠে ২০২৭ সালের বিশ্বকাপের ৪৪টি ম্যাচ খেলা হবে। বাকি দশটি ম্যাচ আয়োজিত হবে নমিবিয়া ও জিম্বাবোয়েতে।

নয়াদিল্লি: বছর দু'য়েক এখনও বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই ২০২৭ সালের (ICC ODI WC 2027) ৫০ ওভারের বিশ্বকাপ ঘিরে বিভিন্ন দলের ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ভারতেই তো বিরাট কোহলি ও রোহিত শর্মা সেই টুর্নামেন্ট খেলবেন কি না, তা নিয়ে কম জল্পনা-কল্পনা চলছে না। এইসবের মধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে সেই বিশ্বকাপ কোন কোন মাঠে খেলা হবে, সেই ভেন্যুগুলির ঘোষণা করে দেওয়া হল।
দক্ষিণ আফ্রিকা তো বটেই, তার পাশাপাশি জিম্বাবোয়ে এবং নমিবিয়াও যুগ্মভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। দক্ষিণ আফ্রিকার আটটি মাঠে ২০২৭ সালের বিশ্বকাপের ৪৪টি ম্যাচ খেলা হবে। বাকি দশটি ম্যাচ আয়োজিত হবে নমিবিয়া ও জিম্বাবোয়েতে। রামধুনর দেশে জোহানেসবার্গ, পার্ল, ইস্ট লন্ডন, গেখেরবা, ব্লুমফন্টেন, কেপ টাউন, প্রিটোরিয়া ও ডারবানে বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে।
এই বিশ্বকাপের মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দেশের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো এবং খেলা আরও বেশি করে তরুণদের আগ্রহী করে তোলার আশা করছে। এছাড়াও আজই টুর্নামেন্টের জন্য স্থানীয় আয়োজক কমিটি বোর্ডও গঠন করে তাঁর চেয়ারম্যানের নামও জানিয়ে দিয়েছে। এই কমিটির স্বতন্ত্র প্রধান নির্বাচিত হয়েছেন ট্রেভর ম্যানুয়েল।
প্রসঙ্গত, সেই বিশ্বকাপের আগে আরও দুইটি আইসিসি বিশ্বকাপ রয়েছে। সামনের বছর যেখানে পুরুষদের বিশ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে, সেখানে আগামী মাসে এদেশেই বসতে চলেছে মহিলাদের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে একেবারে শেষবেলায় টুর্নামেন্টের ভেন্যু বদল ঘটল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপের কোনও ম্য়াচই আয়োজিত হবে না। আইসিসির তরফে বিবৃতিতে এই ভেন্যু বদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষে জানানো হয় বেঙ্গালরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে। নবি মুম্বইয়ে পাঁচটি ম্যাচ পর্যন্ত আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসি প্রধান জয় শাহ এই ভেন্যু বদল সম্পর্কে এক বিবৃতিতে বলেন, 'অযাচিত কারণে আমরা একপ্রকার বাধ্য হয়েই সূচিতে বদল ঘটাই এবং ভেন্যুতেও বদল হয়। তবে এখন পাঁচটি বিশ্বমানের স্টেডিয়াম আমাদের সামনে রয়েছে যেখানে মহিলা ক্রিকেটের সেরা ম্যাচগুলি দেখা যাবে। মঞ্চ প্রস্তুত এবং আমি নিশ্চিত এই টুর্নামেন্টের সাফল্য এক নতুন প্রজন্মের সমর্থকদের জন্ম দেবে।'
ঠিক কী কারণে চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরল ম্যাচ? কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও মনে করা হচ্ছে এটা আইপিএল জয়ের পরবর্তী ঘটনার প্রভাব। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেই এই মাঠে বড় অনুষ্ঠান অয়োজনে ব্যর্থ বলে জানানো হয়েছিল। সেই কারণেই বিশ্বকাপের ম্যাচগুলি নবি মুম্বইয়ে সরিয়ে আনা হয়েছে বলে ধারণা।




















