Jasprit Bumrah: পারথে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের সুবাদে টেস্টে বোলারদের সিংহাসন ফিরে পেলেন বুমরা
ICC Test Ranking: প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। নিজে বল হাতেও সামনে থেকে ভরসা জোগান। দুই ইনিংস মিলিয়ে নেন ৮ উইকেট।
দুবাই: ফের টেস্টে বোলারদের ক্রমতালিকায় (ICC Ranking) শীর্ষে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trphy) প্রথম ম্য়াচে পারথে তাঁর বিধ্বংসী বোলিংয়ের সুবাদেই ভারত হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল। ২৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ম্য়াচের সেরার পুরস্কারও জুটেছিল বুমরার হাতেই। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেন ডানহাতি পেসার। আর এমন নজরকাড়া পারফরম্য়ান্সের পরই ক্রমতালিকায় ফের শীর্ষে উঠে এলেন তারকা পেসার। প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
পারথ টেস্টে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন বুমরা। এই ম্য়াচের আগে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। কিন্তু অজি ব্যাটিং লাইন আপে ভাঙন ধরিয়ে দেওয়া পারফরম্য়ান্সের পর প্রোটিয়া পেসারকে টেক্কা দিয়ে ফের সিংহাসন ফিরে পেলেন বুমরা। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে এখন রাবাডা ও তৃতীয় স্থানে আছেন অজি পেসার জস হ্যাজেলউড। এই মুহূর্তে ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে বুমরা। কাগিসো রাবাডার ঝুলিতে ৮৭২ রেটিং পয়ন্ট ও হ্যাজেলউডের ঝুলিতে রয়েছে ৮৬০ রেটিং পয়েন্ট। তালিকায় চতুর্থ স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে ৮০৭ রেটিং পয়েন্ট। যদিও পারথে ভারতীয় একাদশেই ছিলেন না অভিজ্ঞ স্পিনার। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার শীর্ষে উঠে এলেন বুমরা।
View this post on Instagram
এদিকে, সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় দু নম্বরে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে উঠে এসেছেন জয়সওয়াল। তালিকায় শীর্ষে রয়েছেন জো রুট। তিনি ঝুলিতে পুরেছেন ৯০৩ রেটিং পয়েন্ট। কেন উইলিয়ামসন তৃতীয় স্থানে আছেন ৮০৪ রেটিং পয়েন্ট নিয়ে। হ্যারি ব্রুক ৭৭৮ পয়েন্ট নিয়ে তালিকায় রয়েছন চতুর্থ স্থানে। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ড্যারেল মিচেল। ছয়ে ঋষভ পন্থ রয়েছে। তালিকায় ১৩ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। পারথে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রমতালিকায় উন্নতি করেছেন কিং কোহলি।
পারথ টেস্টে প্রথম ইনিংস খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল জয়সওয়ালকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস খেলেিলেন। নিজের ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।