Iceland on Pakistan: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ পরাজয়ের পরেই পাকিস্তানকে খোঁচা আইসল্যান্ড ক্রিকেটের
ENG vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড প্রথম টেস্ট ৭৪ রান, দ্বিতীয় টেস্ট ২৬ রান ও তৃতীয় টেস্ট আট উইকেটে জেতে।
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs PAK) নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচের টেস্টে সিরিজে কার্যত দাঁড়াতেই পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের আগ্রাসী ব্যাটিংয়ের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পন করেছেন বাবর বাহিনী। তিন টেস্টের তিনটিতেই পরাজিত হয় পাকিস্তান। ঘরের মাঠে এমন ভরাডুবির পরে পাকিস্তান খোঁচা দিচে ছাড়ল না আইসল্যান্ড ক্রিকেট দলও (Iceland Cricket Team)।
আইসল্যান্ডের খোঁচা
নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাকিস্তানকে খোঁচা দিয়ে আইসল্যান্ড ক্রিকেটর তরফে লেখা হয়, 'পাকিস্তান ক্রিকেটের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা। আমরা খুশি খুশি পাকিস্তান সফরে এসে ৩-০ হারতে রাজি। আমাদেরকে একেবারে পর্যুদস্ত করলেও কোনও সমস্যা নেই। ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই আপনাদের উদ্দেশে আমাদের এই বার্তা। আমরা ৭ রান প্রতি ওভারেও ব্যাট করব না, বরং ০.৭ রান প্রতি ওভারে খেলব।' E
Message to @TheRealPCB, we are happy to come and tour Pakistan and lose 3-0, getting chopped up and sugared like marmalade. Just letting you know in the interests of balance. And we will score at 0.7 not 7.0 an over.
— Iceland Cricket (@icelandcricket) December 19, 2022
ছিটকে গেলেন রোহিত, নভদীপ
সম্ভাবনাই সত্যি হল। চোট পেয়ে ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। রোহিতকে আপাতত বিসিআই মেডিক্যাল টিমের (Medical Team) তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মেডিক্য়াল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিতের চোট সারতে আরও কিছুদিন সময় লাগবে। শুধু রোহিতই নন। চোটের জন্য ছিটকে গিয়েছেন পেসার নভদীপ সাইনিও (Navdeep Saini)। পেটের পেশির টানের জন্য় খেলতে পারবেন না এই তরুণ পেসার। আপাতত এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন সাইনি।
আগামী ২২ তারিখ থেকে ঢাকায় শুরু দ্বিতীয় টেস্ট। দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০ উইকেট দখল করার সুযোগ থাকছে অক্ষর পটেলের সামনে। গত বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল অক্ষরের। এখনও পর্যন্ত ৭টি টেস্টে খেলেছেন অক্ষর। মাত্র ১৩ গড়ে এখনও পর্যন্ত ৪৪ উইকেট তুলে নিয়েছেন গুজরাতের এই অলরাউন্ডার। এখনও পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তালিকায় শীর্ষে। ৯ ম্যাচ খেলে ৫০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি।গত ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন চেতেশ্বর পূজারা। প্রায় ৫২ ইনিংস পর টেস্টে শতরান করেছেন ডানহাতি এই ব্য়াটার। ১৩০ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি। আর ১৬ রান করলেই এই ফর্ম্যাটে ৭ হাজার রান পূরণ করবেন পূজারা। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসেও ৯০ রানের ইনিংস খেলেছিলেন পূজারা।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টেই হতে পারে এই তিনটি রেকর্ড