IND vs AUS, 2nd ODI: দ্বিতীয় ওয়ান ডে-তে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
IND vs AUS: টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল তাঁরা।
বিশাখাপত্তনম: ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে ১১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল স্টিভ স্মিথের দল। ওপেনিংয়ে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেড ২ জনেই অপরাজিত অর্শতরানের ইনিংস খেললেন। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন মার্শ ও হেড।
৩০ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি অজি তারকা। অন্যদিকে ৩৬ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিচেল মার্শ। তিনি তাঁর ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি ডানহাতি অজি অলরাউন্ডার।
এর আগে এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। গত ম্যাচে পারবারিক কারণে ভারতের হয়ে মাঠে নামেননি রোহিত শর্মা (Rohit Sharma)। তবে এই ম্যাচে একাদশে ফেরেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পাশাপাশি একাদশে সুযোগ পান অক্ষর পটেলও। রোহিত ও অক্ষরের দলে আসায় একাদশ থেকে বাদ পড়েন ঈশান কিষাণ ও শার্দুল ঠাকুর।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয় দল। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন শুভমন গিল। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দ্রুত গতিতে রান তুলছিলেন সবচেয়ে অভিজ্ঞ দুই ভারতীয় ব্যাটার। তবে পঞ্চম ওভারেই ছন্দপতন ঘটে। পরপর বলে রোহিত (১৩) ও সূর্যকুমার যাদবকে (০) ফেরান স্টার্ক। গত ম্যাচে ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে উঠেন কেএল রাহুল। তবে এই ম্যাচে তিনিও ব্যর্থ। ৯ রানে ফেরেন তিনি।
স্টার্কের আগুনে বোলিং
নতুন বল হাতে স্টার্কের আগুনে বোলিংয়ে ছিন্নভিন্ন হয়ে যায় ভারতীয় টপ অর্ডার। ৫০ রানের গণ্ডি পার করার আগেই হার্দিক পাণ্ড্যও সাজঘরে ফেরেন। স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ (Steve Smith) ডান দিকে লাফ দিয়ে এক হাতে চোখধাঁধানো এক ক্যাচ ধরে হার্দিককে সাজঘরে ফেরান তিনি। রবীন্দ্র জাডেজাও ১৬ রানের বেশি করতে পারেননি। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করে ভারতীয় দল। শেষের দিকে অক্ষর পটেল কিছুটা লড়াই করেন বটে।
তবে অপরপ্রান্ত থেকে পরপর উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ২৯ রানেই অপরাজিত থাকেন অক্ষর পটেল (Axar Patel)। স্টার্কের পাঁচ উইকেটের পাশাপাশি সন অ্যাবাট তিনটি উইকেট নেন। দুই উইকেট নেন নাথান এলিস।