IND vs AUS 4th Test: হাঁটুর চোট সেরেছে, তবে মেলবোর্নে নিজের ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রোহিত শর্মা
Rohit Sharma: রবিবার থ্রো ডাউন স্পেশালিষ্টের বলে মুখোমুখি হওয়ার সময়ই নেটে চোট পেয়েছিলেন রোহিত শর্মা।
মেলবোর্ন: রবিবার, ভারতীয় নেটে অনুশীলনের সময়ই চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। এবার নিজের ফিটনেস আপডেট দিলেন ভারতীয় অধিনায়ক। জানালেন তিনি সুস্থ। তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রোহিত।
রবিবার অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পান রোহিত। বেশ সমস্যায় পড়তে হচ্ছিল রোহিতকে। চোখে মুখে ছিল যন্ত্রণার ছাপ। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন বাংলার দয়ানন্দ গরানী। তাঁর ছোড়া বলেই ব্যাটিং অনুশীলন করছিলেন হিটম্যান। কিন্তু একটি বল আচমকা মিস করে যান রোহিত। বল এসে লাগে বাঁ হাঁটুতে। এরপর কয়েকটি বল খেলার পরই অস্বস্তি অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। তাঁকে পরে আর নেটে নামতে দেখা যায়নি।
তবে তিনি ঠিক আছেন বলে জানান রোহিত। তিনি বলেন, 'আমার হাঁটু ঠিক আছে।' কিন্তু তিনি কোথায় ব্যাট করবেন, সেই প্রশ্নে রোহিত বলেন দলের স্বার্থেই তিনি যেখানে নামার প্রয়োজন, সেখানে নামবেন। 'কে কোথায় ব্যাট করবে, সেই নিয়ে চিন্তাভাবনা করার মানে হয় না। এই বিষয়টা আমরা ভেবে দেখব, কিন্তু সেই নিয়ে এখানে আলোচনা করব না। দলের স্বার্থে যেটা প্রয়োজন, আমরা সেটাই করব।'
প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। তবে তারপর থেকে আর ব্যাটে তেমন রান পাননি যশস্বী। তবে তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন রোহিত, বরং তাঁকে তাঁর স্বাভাবিক খেলা খেলতেই উৎসাহিত করবেন বলে জানান রোহিত। 'যশস্বীর মানসিকতা নষ্ট করতে চাই না আমরা। ও আমাদের সকলের থেকে নিজের ব্যাটিংটা বেশি ভাল বোঝে। তাই ওকে নিজের স্বাভাবিক খেলা খেলার জন্য উৎসাহিত করার প্রয়োজন।' বলেন ভারতীয় অধিনায়ক।
আপাতত সিরিজ় ১-১ দাঁড়িয়ে। মেলবোর্ন ও সিডনিতে দুইটি মহাগুরুত্বপূর্ণ টেস্ট বাকি। ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যও এই ম্যাচ দুইটির ওপরই নির্ভরশীল। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আশা করা যেতেই পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'সচিনের আশীর্বাদ আমার সঙ্গে থাকে', হাসপাতালের বেডে শুয়েই শারীরিক অবস্থার আপডেট দিলেন কাম্বলি