IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
Steve Smith: ১৬৭ বলে নিজের টেস্ট কেরিয়ারের ৩৪তম টেস্ট শতরান পূরণ করেন স্টিভ স্মিথ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এটি স্মিথের পঞ্চম শতরান।
![IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া IND vs AUS 4th Test Steve Smith smashes record breaking hundred pile on team india misery on day 2 session 1 IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/27/5dccf97596f6ab1e0f57b8168982a23f1735264107054507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেলবোর্ন: ভারতের নাগালের থেকে ক্রমশই চতুর্থ টেস্টে ম্যাচ (IND vs AUS 4th Test) ফস্কে যাচ্ছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১৪৩ রান তুলল অস্ট্রেলিয়া। লাঞ্চে অজ়িদের স্কোর ৪৫৪/৭। স্টিভ স্মিথ (Steve Smith) ও অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) বিধ্বংসী ব্যাটিংয়েই দিনের শুরুতেই কোণঠাসা হয়ে গিয়েছে ভারতীয় দল। বর্তমানে স্মিথ ১৩৯ ও মিচেল স্টার্ক ১৫ রানে ব্যাট করেছেন। এই সকালে কেবল কামিন্সই ৪৯ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
সিরিজ় শুরুর আগে স্টিভ স্মিথের ব্য়াটিং ফর্ম নিয়ে প্রচুর চর্চা হয়। বহুদিন ধরেই বড় রান পাচ্ছিলেন না তারকা অস্ট্রেলিয়ান ব্যাটার। তবে ব্রিসবেনেই সেঞ্চুরি হাঁকিয়ে স্মিথ প্রমাণ করে দিয়েছিলেন তিনি ফুরিয়ে যাননি। পছন্দের মেলবোর্নেও ফের একবার তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এটি স্মিথের পঞ্চম শতরান। সর্বকালীন সেঞ্চুরি হাঁকানোর তালিকায় সুনীল গাওস্কর, ইউনিস খানদের সঙ্গে এক সারিতে চলে এলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে ৪২ ইনিংসে এটি স্মিথের ১১তম সেঞ্চুরি। টিম ইন্ডিয়ার বিপক্ষে এতগুলি টেস্ট শতরান হাঁকানোর কৃতিত্ব আর কারুর নেই। এই তালিকায় তিনি বর্তমান প্রজন্মের আরেক তারকা ব্যাটার জো রুটকে পিছনে ফেললেন।
Lunch on Day 2 of the 4th Test.
— BCCI (@BCCI) December 27, 2024
Australia move to 454/7
Scorecard - https://t.co/MAHyB0FTsR… #AUSvIND pic.twitter.com/oee79qHLH9
দিনের শুরুটা ছয় উইকেটের বিনিময়ে ৩১১ রানে করেছিলে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব অজ়িদের ইনিংস গুটিয়ে ফেলা। তবে তা আর হল কই। দিনের শুরুতে আকাশ দীপদের বোলিংকে অত্যন্ত সাধারণ মানের এবং হতাশাজনকই বলে দাবি করেন রবি শাস্ত্রী। তার লাভও তোলে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সই মূলত দুরন্ত আগ্রাসী মেজাজে একের পর এক বল বাউন্ডারি পার করতে থাকেন। তিনি যখন ৪৯ রানে জাডেজাকে ছক্কা হাঁকাতে গিয়ে নীতীশের হাতে ধরা দিলেন, ততক্ষণে স্মিথের সঙ্গে তাঁর পার্টনারশিপ সেঞ্চুরি পার করে ফেলেছে। কামিন্স আউট হলেও স্টার্ক নেমে তিনিও স্মিথকে যোগ্য সঙ্গ দিচ্ছেন। এবার দেখার ভারত কত রানে অস্ট্রেলিয়াকে বেঁধে রাখতে পারে।
ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গাব্বার স্মৃতি ফিরল মেলবোর্নে, লাবুশেনের ব্যাটিংয়ের সময় সিরাজ বেল বদল করতেই সাফল্য পেল ভারত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)