IND vs AUS 4th Test: গাব্বার স্মৃতি ফিরল মেলবোর্নে, লাবুশেনের ব্যাটিংয়ের সময় সিরাজ বেল বদল করতেই সাফল্য পেল ভারত
India vs Australia: গাব্বায় সিরাজ বেল বদল করার পরের ওভারেই নীতীশ কুমার রেড্ডির বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন মার্নাস লাবুশেন।
মেলবোর্ন: কথিত আছে ক্রিকেটটা যতটা ২২ গজে খেলা হয়, ততটাই মানসিকভাবেও হয়। আর বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) মতো হাইভোল্টেজ সিরিজ়ে তো এই মাইন্ড গেমের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) প্রথম দিনেও এমনই এক ঘটনা ঘটে। ঘটনার কেন্দ্রে মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
এর আগে সিরিজ়ে একবার অনেকক্ষণ উইকেট না পড়ায় সিরাজ স্ট্রাইক এন্ডে গিয়ে বেল অদল বদল করে দেন। সেই সময় ক্রিজে ছিলেন মার্নাস লাবুশেন। অজ়ি ব্যাটার ঠিক পরের ওভারেই নীতীশ কুমরা রেড্ডির বলে সাজঘরে ফেরেন। আজ বক্সিং ডেতে মেলবোর্নেও একই ঘটনা ঘটান সিরাজ। ফের একবার তিনি স্ট্রাইক এন্ডের বেল বদলে দেন। গোটা ঘটনার সময় লাবুশেন মুখ ঘুরিয়ে নেন বটে। সিরাজ তাঁকে ঘটনাটি চাক্ষুষ করার জন্য ইচ্ছে করেই হাঁক দিলেও ঘুরে তাকাননি লাবুশেন। ঘটনাটি ঘটে ম্যাচের ৪৩তম ওভারে।
Siraj's trick 🤝 Bumrah's magic
— Star Sports (@StarSportsIndia) December 26, 2024
Will it bring more good luck to #TeamIndia? 🤔#AUSvINDOnStar 👉 4th Test, Day 1 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/s1ROwb7Q6O
ঘটনাক্রমে লাবুশেন এক্ষেত্রে আউট হননি। তবে ঠিক দুই ওভার পরেই বুমরার বলে ৫৭ রানে আউট হন সেট উসমান খাওয়াজা। ভাঙে ৫৯ রানের পার্টনারশিপ। লাবুশেন অবশ্য এরপরেও স্টিভ স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ যোগ করেন। ৭২ রানের ইনিংসে বেশ নজর কাড়েন তিনি। সেই পুরনো লাবুশেনের ঝলক দেখতে পান অনেকেই। তবে কাকতালীয় হলেও বেল বদলের এই ঘটনা যে আবারও একবার ভারতকে সাফল্য এনে দিল, তা কিন্তু অস্বীকার করার জায়গা নেই।
আজকের দিনটা কিন্তু বেশ ঘটনাবহুলই ছিল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। মার্নাস ছাড়াও স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, অভিষেক ঘটানো স্য়াম কনস্টাসও হাফসেঞ্চুরি করেন। তবে সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক ট্র্যাভিস হেড খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান। রান পাননি মিচেল মার্শও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হতেই কড়া শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি