IND vs AUS 1st ODI Live: রাহুলের অর্ধশতরান, প্রথম ওয়ান-ডে ম্যাচে জয় ভারতের
IND vs AUS 1st ODI Live Score: পারিবারিক কারণে মুম্বইতে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে মাঠে নামবেন না অধিনায়ক রোহিত শর্মা।
LIVE
Background
মুম্বই: টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছে যে, বর্ডার-গাওস্কর ট্রফি এবারও ভারতের ঘরেই থাকছে। এবার ওয়ান ডে দ্বৈরথে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus ODI)। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। পারিবারিক কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
এ বছরই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে জুলাই মাস পর্যন্ত এই তিনটি ওয়ান ডে-ই পাচ্ছে টিম ইন্ডিয়া। টিম কম্বিনেশন সাজিয়ে নেওয়ার জন্য তাই এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। রোহিতের অনুপস্থিতিতে ফর্মে থাকা শুভমন গিলের ওপেন করা কার্যত নিশ্চিত। কিন্তু গিলের সঙ্গে কেএল রাহুল (KL Rahul) না ঈশান কিষাণ (Ishan Kishan), কে ওপেন করবেন, সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটান হার্দিক নিজেই।
সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক না করেই প্রথম ওয়ান ডেতে গিলের ওপেনিং পার্টনারের নাম জানিয়ে দিলেন হার্দিক। তিনি বলেন, 'ঈশান এবং শুভমন ইনিংস ওপেন করবে। এখানকার উইকেট সচরাচর যেমন হয়ে থাকে, তেমনই হবে বলে মনে হচ্ছে। আমি এই মাঠে বিগত প্রায় সাত বছর ধরে খেলছি। আমাদের কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ পিচ থেকে দুই দলই মদত পাবে।'
IND vs AUS 1st ODI Score Updates: সিরিজে এগোল ভারত
৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
IND vs AUS 1st ODI Score Updates: ৭৩ বলে অর্ধশতরান পূরণ রাহুলের
প্রথম ওয়ান ডে ম্যাচে অর্ধশতরানের ইনিংস কে এ রাহুলের।
IND vs AUS 1st ODI Score Updates: দলকে টানছেন রাহুল, জাডেজা
দলকে টানছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। ৫ উইকেট হারিয়ে ১৩০ রান পেরোল ভারত।
IND vs AUS 1st ODI Score Updates: আউট হার্দিক
স্টোইনিসের বলে গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক পাণ্ড্য।
IND vs AUS 1st ODI Score Updates: আউট গিলও
চতুর্থ উইকেটের পতন ভারতের। শুভমন গিলও প্যাভিলিয়নে ফিরলেন।