IND vs AUS: ফুটওয়ার্ক ঠিক করে দিলেন বিরাট, অনুশীলনের ফাঁকে দীর্ঘক্ষণ রোহিতের সঙ্গে আলোচনাও সারলেন গিল
Shubman Gill: গতকাল শুভমন গিল নেটে অনুশীলন করতে আসেননি। তবে শুক্রবার শুভমন গিলসহ গোটা ভারতীয় দলই অনুশীলন সারল।

পারথ: সপ্তাহান্তেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় খেলতে নেমে পড়নে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। গতকাল অপশনাল অনুশীলন ছিল, শুক্রবার অবশ্য শুভমন গিলসহ (Shubman Gill) গোটা ভারতীয় দলই জোরকদমে পারথে ঘাম ঝরালেন। সেখানেই ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে আলোচনা করতে দেখা গেল গিলকে।
এই সিরিজ়ে নতুন অধিনায়ক শুভমন গিল কীভাবে রোহিত, বিরাটকে সামলান সেইদিকে সবার নজর রয়েছে। সিরিজ় শুরুর আগে অবশ্য অক্ষর পটেল কিন্তু জানিয়েছেন যে রোহিত ও বিরাটের উপস্থিতি শুভমনকে সাহায্যই করবে। অক্ষর জানান, 'রোহিত এবং বিরাট, দুইজনই এখানে রয়েছেন। শুভমনের জন্য দারুণ উদাহরণ। দলের এই পরিবর্তনের সময় তরুণদের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন, এটা খুবই ভাল বিষয়। এর ফলে তরুণরা বিভিন্ন পরিস্থিতি কীভাবে সামলাতে হবে সেই বিষয়ে জানতে পারবে। মাঠে কী করা উচিত, আর কী নয়, এই নিয়েই সাজঘরে আমাদের আলোচনা হয়। রোহিত ও বিরাটের এই সাজঘরে থাকাটা শুভমনের জন্য খুবই ভাল। ও অধিনায়ক হিসাবে সিনিয়র থেকে শিখে নিজে উন্নত করতে পারবে।'
অক্ষর যেমনটা জানান, ভারতীয় অনুশীলনে কিন্তু সেই ছবিটাই দেখা গেল। সদ্য নির্বাচিত ভারতীয় অধিনায়ক শুভমন গিল বয়সে অনেকটাই তরুণ। শুক্রবার তাঁর অনুশীলন সেশনে তাঁকে কোহলির থেকে পরামর্শ নিতে দেখা গেল। বিভিন্ন ধরনের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করার সময় ভিন্ন শটে কোহলির থেকে পরামর্শ নিতে দেখা গেল গিলকে। বিরাটকে কখনও গিলের ফুটওয়ার্ক, তো কখনও শট নির্বাচন ঠিক করতে দেখা গেল। ফলোথ্রু, ব্যাকলিফটের মতো বিষয়েও তাঁরা কথাবার্তা বলেন। এই নেশনের পরেই শুভমন গিলকে প্যাড খুলে রোহিতের কাছে যেতে দেখা যায়।
ভারতের নবনির্বাচিত অধিনায়ক ও সদ্য প্রাক্তন অধিনায়ক এরপরে একসঙ্গে হেঁটে পারথ স্টেডিয়ামের পিচের দিকে এগিয়ে যান। দুইজনে মিলে ফিল্ডিং পরিকল্পনা, শট নির্বাচন সম্পর্কে আলোচনা করছিলেন। পরবর্তীতে গিলকে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে খানিক আলোচনা সেরে ফের একবার বিরাট ও রোহিতের সঙ্গে কথাবার্তা বলে শুরু করেন। পরবর্তীতে তাঁদের সঙ্গে যশস্বী জয়সওয়াল। সকলে মিলে বেশ হাসিঠাট্টাও করেন।
এদিন রোহিত নিজে ফিল্ডিং ড্রিলে অংশগ্রহণ করেন, ক্যাচ অনুশীলন করার পাশাপাশি থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাটিংও সারেন। অপরদিকে, কেএল রাহুল স্পিন ও ফাস্ট বোলিং উভয়ের বিরুদ্ধেই ব্যাটিং করেন। গতকাল মিনিট পাঁচেক পরেই নেট ছেড়েছিলেন রাহুল। আজ তিনি সবার প্রথমে নেটে আসেন।




















