IND vs AUS, WTC Final 2023: সিরাজের ৪ উইকেট, ১২২ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৪৬৯ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস
Mohammed Siraj: বল হাতে ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট নিলেন মহম্মদ সিরাজ।
লন্ডন: টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) প্রথম দিনের শেষে ট্র্যাভিস হেড (Travis Head) ও স্টিভ স্মিথের (Steve Smith) দাপুটে ২৫০ রানের পার্টনারশিপে ম্যাচের রাশ সম্পূর্ণরূপে অস্ট্রেলিয়ার হাতেই ছিল। কিন্তু হেড-স্মিথের পার্টনারশিপের ধাক্কা সামলে ভারতীয় ফাস্ট বোলাররা দুরন্ত বোলিং করে ভারতকে ম্যাচে ফেরালেন। দ্বিতীয় দিনে ১২২ রানের ব্যবধানেই সাত উইকেট হারাল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস শেষ করল ৪৬৯ রানে। ভারতের হয়ে চার উইকেট নেওয়া মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সফলতম বোলার।
শুরু থেকেই আগ্রাসন
শুরু থেকেই আগ্রাসী মেজাজে বোলিং করছিলেন সিরাজ। দিনের প্রথম ওভারেই তাঁর আগ্রাসন সকলেই চাক্ষুষ করেন। ট্রাভিস হেডের বিরুদ্ধে পরের পর শর্ট বলে হেডকে বেশ খানিকটা চাপে ফেলেন সিরাজ। সেইভাবেই আসে সাফল্যও। স্মিথ-হেডের ২৮৫ রানের ম্যারাথন পার্টনারশিপ ভাঙেন সিরাজই। বিধ্বংসী মেজাজে ব্যাট করা হেডকে ১৬৩ রানেই সাজঘরে ফিরতে হয়। হেড আউট হওয়ার পরই আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনকে ৬ রানে আউট করেন মহম্মদ শামি। স্লিপে দুরন্ত ক্যাচ ধরেন গিল। এরপরেই সেট স্টিভ স্মিথও সাজঘরে ফেরেন।
ক্যারির লড়াই
পঞ্চম উইকেটের বল স্মিথের ব্যাটের কোণায় লেগে উইকেট ভেঙে দেয়। ১২১ রানে আউট হন স্মিথ। অজিরা পরপর তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যাওয়া অজিদের হাল ধরার চেষ্টা করেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। তবে পরিবর্ত হিসাবে মাঠে নামা অক্ষর পটেলের এক দুরন্ত থ্রোয়ে ৫ রানে সাজঘরে ফিরতে বাধ্য হন স্টার্ক। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে ক্যারি কিন্তু একাই দারুণভাবে অজিদের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে অর্ধশতরানের দোরগোড়ায় জাডেজার বিরুদ্ধে স্যুইপ মারতে গিয়ে ৪৮ রানে আউট হন তিনি।
আম্পায়ার প্রথমে ক্যারিকে আউট না দিলেও, ডিআরএসের মাধ্যমে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন তিনি। ক্যারি আউট হওয়ার পর আর বেশিদূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। ১৬ রানেই বাকি দুইটি উইকেট হারায় অজিরা। সিরাজের চারটি উইকেটের পাশাপাশি ভারতের হয়ে শামি ও শার্দুল ঠাকুর দুইটি করে উইকেট নেন, একটি উইকেট পান জাডেজা। এবার দেখার প্রথম ইনিংসের এই বড় রানের গণ্ডি টপকে ভারত লিড নিতে পারে কি না।
আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান