IND vs ENG 2nd ODI: স্বপ্নপূরণ, কটকে তরুণ বলবয়দের সঙ্গে হাত মেলালেন বিরাট কোহলি, ভাইরাল হল ভিডিও
Virat Kohli: নিজের কামব্যাক ম্যাচে কটকে ব্যাট হাতে মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি।

কটক: আট থেকে আশি, বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা বয়স, দেশ, সময়ের গণ্ডি মানে না। বর্তমানে ক্রিকেটের পোস্টার বয় মনে করা হয় তাঁকেই। স্বাভাবিকভাবেই কোহলি যেখানেই খেলেন, তাঁকে ঘিরে উন্মাদনা, উত্তেজনা দেখা যায়। কটকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে (IND vs ENG 2nd ODI) ম্যাচেও একই দৃশ্য দেখা গেল।
প্রথম ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি চোটের কারণে খেলতে পারেননি। তবে তিনি যে ফিট তা আগেই জানা ছিল। কোহলিকে স্বাগত জানাতে প্ল্যাকার্ড হাতে, তাঁর জার্সি পরে প্রচুর সমর্থকও মাঠে উপস্থিত হয়েছিলেন। তাঁকে একবার স্পর্শ করে দেখার, হাত মেলানোর ইচ্ছা তো সকলেরই থাকে। দুই বলবয়ের সেই স্বপ্নই এদিন পূরণ হল। কোহলি বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় তাঁর ঠিক কাছেই দুই অল্প বয়সি বলবয় ছিল। তাদের দিকে কোহলি এগিয়ে গিয়ে তাদের হাতও মেলান। এই করমর্দনের পর দুই স্বল্পবয়সির প্রতিক্রিয়া দেখার মতোই ছিল।
এই গোটা ঘটনার ভিডিওটি বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আরসিবির তরফে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'আমার জীবনের এই অংশ, এই ছোট্ট অংশটাকেই আনন্দ বলে।' এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। দুই তরণ বলবয়ের স্বপ্ন সার্থক করে তাদের সঙ্গে করমর্দন করার জন্য কোহলিও প্রশংসিত হন।
𝑲𝒊𝒏𝒈 𝑲𝒐𝒉𝒍𝒊 𝒘𝒊𝒏𝒔 𝒉𝒆𝒂𝒓𝒕𝒔! 👑❤️
— Dinesh Verma (@DineshVerm1047) February 9, 2025
A special handshake from Virat Kohli makes a little kid’s day! 🤗✨ pic.twitter.com/UQLJ3CfBDU
তবে এই ম্যাচে কোহলিকে রান করতে দেখার আশা অবশ্য পূরণ হয়নি। কটকে এমনিও কোহলির রেকর্ড খুব একটা আহামরি নয়। ফের একবার বারাবাটি স্টেডিয়ামে ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। আদিল রশিদের বলে ৫ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন ফিরলেন। স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু ডি আর এসে দেখা যায় ব্যাটের কানায় লেগে গিয়েছে বল।
তবে কোহলি ব্যর্থ হলেও, রোহিত কিন্তু এই ম্যাচে দুরন্ত ছন্দেই রয়েছেন। ৩০৫ রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা উভয়েই অর্ধশতরান হাঁকান। সেঞ্চুরির রানের পার্টনারশিপও গড়েন। গিল ৬০ রানে সাজঘরে ফিরলেও রোহিত নিজের শতরানের দিকে অগ্রসর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত দুই উইকেট হারালেও ১৫০ রানের গণ্ডি পার করে ফেলেছে।
আরও পড়ুন: লোপ্পা ক্যাচ মিস করে অক্ষরের হাসি, চূড়ান্ত হতাশ বোলার হার্দিক, গাওস্কর বললেন...




















