IND vs ENG 2nd ODI: লোপ্পা ক্যাচ মিস করে অক্ষরের হাসি, চূড়ান্ত হতাশ বোলার হার্দিক, গাওস্কর বললেন...
Axar Patel: টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ গোটা বিষয়টা বাউন্ডারি লাইনের বাইরে থেকে লক্ষ্য করেন।

কটক: রবিবাসরীয় কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে (IND vs ENG 2nd ODI) মাঠে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ভারতীয় দলের ফিল্ডাররা একাধিক দুরন্ত ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। তবে ক্যাচ মিসও হয়েছে। কার্যত এক লোপ্পা ক্যাচ মিস করেন অক্ষর পটেল (Axar Patel)। সেই ক্য়াচ মিস দেখে তো রীতিমতো হইচই।
ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারে। হার্দিক পাণ্ড্যর বলে ফিল সল্ট আপার কাট মােরেন। বল সোজাসুজি থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা অক্ষর পটেলের হাতে যায়। আন্তর্জাতিক পর্যায়ে এমন ক্যাচ ধরা একেবারেই সহজ বলে গণ্য করা হয়। কিন্তু আশ্চর্যভাবে ক্যাচ ফেলে দেন অক্ষর পটেল। বল সোজা তাঁর হাতে আসে এবং তিনি তা তালুবন্দি করার আগেই হাত ফস্কে বেরিয়ে যায়। মাঝ পিচে বোলার হার্দিকের হতাশা তখন দেখলেই বোঝা যায়। এত লোপ্পা এক ক্যাচ যে তিনি মিস করবেন, সেটা সম্ভবত অক্ষরও ভাবতে পারেননি। তাই নিজে হেসেই ফেলেন তিনি।
সুনীল গাওস্কর এই ম্যাটে ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি গোটা ঘটনাটি দেখে অবশ্য অক্ষরের পাশেই দাঁড়িয়েছেন। গাওস্করকে বলতে শোনা যায়, 'সেরা ফিল্ডাররাও তো ক্যাচ ফেলতেই পারেন। তবে এটা অত্যন্ত সহজ একটি ক্যাচ ছিল। তবে বল বাউন্স করে ওর হাত থেকে বেরিয়ে যায়। এর সত্যি বলতে কোনও ব্যাখা হয় না।' মুরলি কার্তিককে বলতে শোনা যায়, 'ওর মুখে হাসি রয়েছে বটে। তবে ভিতরে ভিতরে ওর যা চলছে। ও নিশ্চয়ই ভাবছে ধরণী দ্বিধা হও।'
— Nihari Korma (@NihariVsKorma) February 9, 2025
🚨 Axar Patel Dropped Loli pop Catch, look at hardik pandya's reaction😩 pic.twitter.com/NXNwhRVhM4
— Being Human (@BhttDNSH100) February 9, 2025
গোটা বিষয়টা একেবারে কাছ থেকে লক্ষ্য করেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপও। তিনি গোটা বিষয়টা বাউন্ডারি লাইনের বাইরে থেকে লক্ষ্য করেন। তাঁর দিকে ক্যামেরা তাক করলে অসহায় দিলীপও গোটা বিষয়টা দেখে মুচকি হাসেন। শেষমেশ ২৬ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন সল্ট।
তিনশোর বেশি রান বোর্ডে তুলে ফেলল ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পরই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের মাটিতে স্পিন আক্রমণের সামনে রীতিমত অসহায় মনে হচ্ছিল বাটলার বাহিনীকে। এমনকী নাগপুরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ইংল্যান্ড শিবির। কিন্তু দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়ল। অর্ধশতরানের ইনিংস খেললেন ইংল্য়ান্ড ওপেনার বেন ডাকেট ও অভিজ্ঞ ব্যাটার জো রুট। প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ বোর্ডে তুলে ফেলল ইংল্যান্ড।
আরও পড়ুন: কটকে কাঙ্খিত অভিষেক, প্রথম ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
