India vs England 3rd Test Day 1: চাপে বাজ়বল, লর্ডসে সারাদিনে ইংল্যান্ড তুলল ২৫১, সেঞ্চুরি থেকে ১ রান দূরে রুট
Ind vs Eng 3rd Test: প্রথম দিন ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নীতীশ কুমার রেড্ডির। তিনি নিয়েছেন ২ উইকেট। যশপ্রীত বুমরা প্রত্যাশা মতোই একাদশে ফিরলেও একটির বেশি উইকেট পাননি।

লর্ডস: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসা ইস্তক আগ্রাসী ক্রিকেটের মন্ত্র আঁকড়ে ধরেছে ইংরেজ শিবির। যেখানে টেস্ট ক্রিকেটও এমন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা হয় যে, ম্যাচের ফয়সালা নিশ্চিত হয়ে যায়।
যদিও লর্ডস টেস্টের প্রথম দিনের খেলায় সেই বিখ্যাত বাজবল ক্রিকেটের ছাপ নেই ইংল্যান্ডের খেলায়। সারাদিনে ৮৩ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার বোলিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে। প্রথম দিনের শেষে জো রুট এবং বেন স্টোকসের মধ্যে ৭৯ রানের পার্টনারশিপ হয়েছে। রুট তাঁর টেস্ট কেরিয়ারের ৩৭তম শতরানের দিকে এগিয়ে চলেছেন। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে তিনি। ব্যাট করছেন ৯৯ রানে।
প্রথম দিন ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নীতীশ কুমার রেড্ডির। তিনি নিয়েছেন ২ উইকেট। যশপ্রীত বুমরা প্রত্যাশা মতোই একাদশে ফিরলেও একটির বেশি উইকেট পাননি। চতুর্থ উইকেটটি রবীন্দ্র জাডেজার।
লর্ডস টেস্টে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল। ইংরেজ দল শুরুটা বেশ গুছিয়েই করেছিল, কারণ বেন ডাকেট এবং জ্যাক ক্রলি ভাল ব্যাটিং করে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই নীতীশ কুমার রেড্ডি ১৪তম ওভারে বোলিং করতে আসেন, এই ওভারেই তিনি বেন ডাকেট এবং জ্যাক ক্রলির উইকেট তুলে নেন। ডাকেট ২৩ রান এবং ক্রলি ১৮ রান করেন।
এর পরে অলি পোপ এবং জো রুট মিলে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন, কিন্তু লাঞ্চের ঠিক পরেই রবীন্দ্র জাডেজা অলি পোপকে ৪৪ রানে আউট করেন। হ্যারি ব্রুকও বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। তাঁকে বুমরা ১১ রানে ক্লিন বোল্ড করেন।
জো রুট শতরান থেকে এক রান দূরে
ইংল্যান্ড চতুর্থ উইকেট হারায় ১৭২ রানে। এরপর জো রুট এবং বেন স্টোকস ‘বাজবল’ স্টাইল ত্যাগ করে খুব ধীর গতিতে ব্যাটিং করছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত জো রুট ১৯১ বলে ৯৯ রান করেছেন। যদি দ্বিতীয় দিন রুট এক রান করতে পারেন, তবে এটি টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে তাঁর ১১তম শতরান হবে। তিনি ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট রান এবং টেস্ট সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করেছেন। বেন স্টোকস খুবই ধীর গতিতে ১০২ বলে মাত্র ৩৯ রান করেছেন। দুজনের পার্টনারশিপ ৭৯ রানে পৌঁছেছে।




















