IND vs NZ 3rd Test: গিল, পন্থের পার্টনারশিপের পর সুন্দরের লড়াকু ইনিংস, ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিল ভারত
Shubman Gill: ওয়াংখেড়ের স্পিন সহায়ক পিচে ভারতের হয়ে অনবদ্য ৯০ রানের ইনিংস খেলেন শুভমন গিল।
মুম্বই: ঋষভ পন্থ ও শুভমন গিলের দুরন্ত পার্টনারশিপ এবং ওয়াশিংটন সুন্দরের লড়াকু ইনিংস ওয়াখেড়েতে তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) ভারতীয় দলকে লিড তো এনে দেয়, তবে তার পরিমাণটা খুব একটা বেশি নয়। প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের থেকে ২৮ রানে এগিয়ে ইনিংস শেষ করল ভারত। ২৬৩ রানে অল আউট হতে হল শুভমন গিলদের (Shubman Gill)।
নিউজ়িল্যান্ডকে অল আউট করার পর ভারতীয় দল গতকাল শুরুটা বেশ ভালভাবেই করেছিল। রোহিত শর্মাকে মূলত আগ্রাসী ছন্দে দেখা যায়। কিন্তু ফের একবার ভারতীয় অধিনায়ক বড় রান করতে ব্যর্থ হন। ম্যাট হেনরির বলে জীবনদান পেলেও ১৮ রানের বেশি করতে পারেননি তিনি। তবে রোহিত তা কাজে লাগাতে পারেননি। ভারতীয় অধিনায়েকের উইকেট পড়লেও, যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল ইনিংসে হাল ধরেন। অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। তবে দিনশেষের আগে মাত্র নয় বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কোহলির সংগ্রহ মাত্র চার। চার উইকেটের বিনিময়ে ৮৬ রানে দিনশেষ করে ভারত।
দ্বিতীয় দিনের শুরু থেকেই গিল ও ঋষভ পন্থ (Rishabh Pant) আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। ঋষভ পন্থ ও শুভমন গিল পঞ্চম উইকেটে এদিন ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একত্রে ৯৬ রান যোগ করেন। তবে ভাগ্যও তাঁদের সহায় ছিল। ৪৫ রানে গিল ও ৫৩ রানে পন্থের খুবই সহজ ক্যাচ ফেলেন কিউয়ি ফিল্ডাররা। সুযোগ কাজে লাগেন দুই ভারতীয় তরুণ ক্রিকেটারই। পন্থ মাত্র ৩৬ বলে ভারতীয় হিসাবে টেস্টে নিউজ়িল্যান্ডের বিপক্ষে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান। তাঁকে ৬০ রানে অবশ্য সাজঘরে ফেরান ইশ সোধি। ভারতীয় দল প্রথম সেশন শেষে পাঁচ উইকেটে ১৯৫ রান তুলে সাজঘরে যায়। তখনও ক্রিজে সেট গিল ও জাডেজা ছিল।
এমন পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্ট বড় রানের লিডের আশায় ছিল। কোথায় কী! লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই আউট হন জাডেজা। সরফরাজ খান তো খাতাই খুলতে পারেননি। একদিকে যখন পর পর উইকেট পড়ছিল, সেখানে শুভমন গিলকে দেখে মনে হচ্ছিল তিনি নিশ্চিত সেঞ্চুরির দিকে এগাচ্ছেন। তবে ৯০ রানেই আজাজ পটেলের বলে আউট হন তিনি।
শেষের দিকে নয় নম্বরে নেমে বেশ কয়েকটি বড় শট খেলেন ওয়াশিংটন সুন্দর। আগ্রাসী মেজাজে শতাধিক স্ট্রাইক রেটে ৩৮ রান করেন তিনি। তবে অপরদিক থেকে উইকেট পড়ায় ২৬৩ রানেই শেষ হয় ভারতীয় ইনিংস। কিউয়িদের হয়ে পাঁচ উইরেট নেন আজাজ পটেল। গত বার এই মাঠেই এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার এল পাঁচ উইকেট।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আরও পড়ুন: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস?