IND vs NZ Innings Highlights: সুন্দরের পাল্টা ৭ উইকেট স্যান্টনারের, ১০৩ রানের লিড নিল নিউজ়িল্যান্ড, কোণঠাসা ভারত
India vs New Zealand: নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৫৬ রানে। ১০৩ রানের বিরাট লিড নিল নিউজ়িল্যান্ড।
পুণে: এক 'এস'-এর জবাবে আর এক 'এস'। অফস্পিনারের জবাবে বাঁহাতি স্পিনার। সুন্দরের জবাবে স্যান্টনার।
পুণেতে ভারত বনাম নিউজ়িল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭ উইকেট নিয়ে কিউয়ি ইনিংসকে ভেঙেছিলেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। তাঁর দাপটেই শেষ ৭ উইকেট মাত্র ৬২ রানে হারিয়েছিল নিউজ়িল্যান্ড। সেই স্পিন অস্ত্রেই ভারতকে জবাব দিল নিউজ়িল্যান্ড। সাত উইকেট নিলেন নিউজ়িল্যান্ডের বাঁহাতি স্পিনার স্যান্টনার। মাত্র ৫৩ রান খরচ করে। এটাই তাঁর টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস। এমনকী, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটা তাঁর সেরা বোলিং।
নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৫৬ রানে। ১০৩ রানের বিরাট লিড নিল নিউজ়িল্যান্ড। এখান থেকে ম্য়াচ বাঁচানোর লড়াই রোহিত শর্মাদের।
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার
Innings Break! #TeamIndia all out for 156.
— BCCI (@BCCI) October 25, 2024
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/K7ir5j4a6G