IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে নামার আগেই সর্বকালীন ইতিহাস গড়লেন বিরাট কোহলি
Virat Kohli: হর্ষিত রানার বলে খুশদিল শাহের ক্যাচ ধরেই ইতিহাস গড়েন বিরাট কোহলি।

দুবাই: বিরাট কোহলি (Virat Kohli), ভারতীয় ক্রিকেটের মহাতারকা। অনেকের মতে বর্তমানে বিশ্ব ক্রিকেটের পোস্টারবয়ও বটে। আজকাল তাঁর মাঠে নামা মানেই কোনও না কোনও রেকর্ডের ভাঙাগড়া। রবিবাসরীয় দুবাইয়েও নয়া ইতিহাস গড়লেন বিরাট। তবে এই ইতিহাস কিন্তু ব্যাটার হিসাবে নয়।
বিরাটের ব্যাটিং দৌরাত্ম্যে অনেকেই তাঁর ফিল্ডিংয়ের দিকটা এড়িয়েই যান। কোহলি যত ভাল ব্যাটার, তিনি তেমনই দক্ষ ফিল্ডারও বটে। মাঠে ডাইভ মেরে কতই না বল বাঁচান, ক্য়াচ ধরেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্য়াচেও ফিল্ডার কোহলি দুইটি ক্যাচ ধরেন। পাকিস্তানের বিরুদ্ধে (IND VS PAK) কুলদীপ যাদবের বলে লং অনে দাঁড়ানো কোহলি নাসিম শাহের ক্যাচ ধরেন। এটি কোহলির ওয়ান ডে কেরিয়ারের ১৫৮তম ক্যাচ। তবে রেকর্ড তার আগেই গড়া হয়ে গিয়েছে। খুশদিল শাহের ক্যাচ ধরেই ইতিহাস গড়েন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্যাটে আর কোনও ক্রিকেটারের এত ক্যাচ ধরার কৃতিত্ব নেই।
মহম্মদ আজহারউদ্দিনের সর্বকালীন ক্যাচ ধরার রেকর্ড ভাঙলেন কোহলি। আজহারউদ্দিন ১৫৬টি ক্যাচ ধরেছিলেন। কোহলির ১৫৮টি ক্যাচ হয়ে গেল। ব্যাটার কোহলির সামনেও কিন্তু এই ম্য়াচে বিরাট মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে। কোহলি এখনও পর্যন্ত ২৮৭টি ইনিংসে মোট ১৩,৯৮৫ আন্তর্জাতিক ওয়ান ডে রান করে ফেলেছেন। এই ম্যাচে আর মাত্র ১৫ রান করলেই তিনি ১৪ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন।
এখনও পর্যন্ত কেবল সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারাই ওয়ান ডেতে ১৪ হাজার রানের গণ্ডি পার করেছেনয কোহলির সামনে তৃতীয় ক্রিকেটার হিসাবে এই বিশেষ তালিকায় নাম লেখানোর সুযোগ রয়েছে। তিনি দ্রুততম ব্যাটার হিসাবেও ১৪ হাজার রানের গণ্ডি পার করতে পারেন।
প্রসঙ্গত, এই ম্যাচের একেবারে শুরুর দিকেই কিন্তু দারুণ ক্রিকেটীয় স্পিরিটের পরিচয় দেন কোহলি। মতান্তরে দুই প্রতিপক্ষ দেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার বাবর আজম ও বিরাট কোহলি। তাঁদের দুইজনের মধ্যে কে সেরা ব্যাটার, সেই নিয়ে তাঁদের অনুরাগীদের মধ্যে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলে। তবে আজকের ম্যাচের আগে দুইজনের সৌভ্রাতৃত্বের ছবি ধরা পড়ল।
বাবর ব্যাট করতে আসার সময়ই তাঁর দিকে এগিয়ে যান কোহলি। দুইজনে কুশল-বিনিময় করেন এবং কথাবার্তাও বলেন। এরপরেই বিরাটকে বাবরের পিঠ চাপড়ে দিতে দেখা যায়। ২২ গজের লড়াইটা নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি হবে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের গণগণে আঁচেও এহেন কুশল-বিনিময় দুই তারকারই উচ্চ ক্রিকেটীয় মানসিকতার পরিচয় দেয়।
আরও পড়ুন: পরনে হলুদ জার্সি, একাগ্রভাবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ব্যস্ত ধোনি, মাহির সঙ্গে যোগ দিলেন সানি




















