IND vs SA: 'এত দ্রুত ভাঙবে আমরাও ভাবিনি', ইডেনে পিচ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল
Morne Morkel: মর্নি মর্কেলের দাবি প্রথম দুই ঘণ্টার খেলা দেখে প্রাথমিকভাবে ভারতীয় দল ইডেনের পিচকে বেশ ভাল বলেই ভেবেছিল।

কলকাতা: ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্টে ম্য়াচের প্রথম দিন পড়েছিল ১১ উইকেট। দ্বিতীয় দিনে পড়ল মোট ১৫টি উইকেট। পরিস্থিতি এমনই যে খেলা রবিবারই, ম্যাচের তৃতীয় দিনই শেষ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ইডেনের এহেন পিচ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও (Morne Morkel) মেনে নিচ্ছেন তাঁরাও ইডেনের পিচের এমন দ্রুত ভাঙতে শুরু করা দেখে চমকেই গিয়েছেন।
মর্নি মর্কেলের দাবি ভারতীয় সাজঘরে পিচ এত ফাটল, এমনভাবে ভেঙে যাওয়াটা কেউই আশা করেনি। দ্বিতীয় দিনের খেলাশেষে তাঁকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে আমরা নিজেরাও এত দ্রুত যে পিচ ভাঙতে শুরু করবে, তারতম্য দেখা যাবে, সেটা ভাবতে পারিনি। আমরা তো প্রথম দুই ঘণ্টার খেলা দেখার পর সকলেই মনে করেছিলাম যে এটা বেশ ভাল উইকেট। তাই নিঃসন্দেহেই পিচটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছে যা আমরা একেবারেই শুরুতে ভাবতে পারিনি।'
তবে অস্বাভাবিকতাটার সঙ্গে মানিয়ে নেওয়াটাই ভারতে খেলাটা বাকি দলগুলির জন্য আসল চ্যালেঞ্জ বলেও জানান মর্কেল। 'এটাই তো ভারতীয় উপমহাদেশের বৈশষ্ট্য। পরিস্থিতির সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে হয় এবং সেই অনুযায়ী খেলতে হয়। এখানে আমরা এই ধরনের চ্যালেঞ্জর কথাই বলছি।' দাবি মর্কেলের।
তবে পিচ পরিস্থিতি যেমনই হোক না কেন, ভারতীয় দল নিজেদের শক্তিশালী পক্ষের ওপর ভর করেই প্রস্তুতি সেরেছে বলেও জানান ভারতীয় বোলিং কোচ। তিনি বলেন, 'আমাদের দলে দুরন্ত ফাস্ট বোলার এবং স্পিনার, দুইই রয়েছে। আমাদের জন্য় খালি আমাদের সামনে কী রয়েছে (কেমন পিচ) সেটা দেখে সেই অনুযায়ী খেলাটা জরুরি। ম্যাচ শুরুর আগে আমাদের মনে হয়েছিল এটা বেশ ভাল পিচ এবং এখানে বেশ কসরত করে উইকেট নিতে হবে। তাই আমরা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন আপকে কীভাবে আক্রমণ করে চাপে ফেলব, সেটার পরিকল্পনা করি। পরিবেশ, পরিস্থিতির চিন্তা মাথা থেকে সম্পূর্ণভাবে বেরই করে দিয়েছিলাম।'
ইডেনে ব্যাটারদের বধ্যভূমিতে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) স্কোর ৯৩/৭। ভারতের চেয়ে ৬৩ রানের লিড নিয়েছেন তেম্বা বাভুমারা। বাইশ গজে বল বনবন করে ঘুরছে। লাফাচ্ছে। নীচু হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে ধ্বংসলীলা চালিয়েছিলেন ফাস্টবোলার যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে উঠেছেন ভারতের স্পিনাররা। বুমরা ৬ ওভার বল করলেও স্পিনারদের স্বর্গে বলই পেলেন না দ্বিতীয় পেসার মহম্মদ সিরাজ।
সাত উইকেটের মধ্যে চারটি পেলেন রবীন্দ্র জাডেজা। বাঁহাতি স্পিনারের কেরিয়ারে তাৎপর্যপূর্ণ হয়ে রইল শনিবার দিনটি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেট ও ৪০০০ রান করলেন। সব মিলিয়ে বিশ্বে এই কৃতিত্ব গড়া তিনি চতুর্থ ক্রিকেটার। তবে ভারতীয় শিবিরের কাঁটা হয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন তেম্বা বাভুমা। ৭৮ বল খেলে ২৯ রানে ক্রিজে তিনি।




















