India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্টে ইডেন পিচ ঘিরে বিতর্ক, '#RIPTESTCRICKET' লিখলেন ক্ষুব্ধ হরভজন
India vs South Africa 2025: দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রথম টেস্টের প্রথম দুই দিনে ইডেনে মোট ২৭ উইকেট পড়ার পরেই অনেকেই ইডেনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন।

কলকাতা: এক দল বিশ্বচ্যাম্পিয়ন, আরেক দল ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য। দক্ষিণ আফ্রিকা ও ভারতের (India vs South Africa) মধ্যে টেস্ট সিরিজ়ে এক টানটান লড়াইয়ের আশায় ছিলেন সকলে। সেই লড়াই ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম টেস্টে দেখা গিয়েছে বটে, তবে পরিস্থিতি এমনই ম্যাচ তিনদিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
ইডেনে দুই দিনের খেলাশেষে ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলাশেষে প্রোটিয়া দল মাত্র ৯৩ রানের বিনিময়ে সাত উইকেট হারিয়ে ফেলেছে। তেম্বা বাভুমার দল আপাতত মাত্র ৬৩ রানে এগিয়ে রয়েছে। দুই দিনে ইডেনে মোট ২৭ উইকেট পড়ার পরেই অনেকেই ইডেনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ (Harbhajan Singh) একেবারে কড়া ভাষায় ইডেন পিচের সমালোচনা করলেন।
একদা ইডেনে হ্যাটট্রিক নেওয়া বোলার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দ্বিতীয় দিন এখন শেষ হয়নি (পোস্ট করার সময়) আর তাতেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ প্রায় শেষ। টেস্ট ক্রিকেটকে নিয়ে কী মশকরাটাই না করা হচ্ছে।' এরপরেই তিনি হ্যাশটাগ দিয়ে লেখেন '#RIPTESTCRICKET' অর্থাৎ টেস্ট ক্রিকেটের মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত করেন হরভজন।
Test cricket india vs South Africa the game almost over on 2nd day isn’t finished yet . What a mockery of test cricket #RIPTESTCRICKET
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 15, 2025
হরভজন কিন্তু একা নন, ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের পিচ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। তিনি কোনও রাখঢাক না করেই সাফ লেখেন, 'কলকাতার পিচটা কী জঘন্য।'
Awful pitch in Kolkata … #INDvSA
— Michael Vaughan (@MichaelVaughan) November 15, 2025
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনই আবার ধাক্কা। চোট পেলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ব্যাটিংয়ে নেমেও তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। আর ব্যাটেই নামতে পারেননি শুভমন। ব্যাটিংয়ের সময় ভারতীয় অধিনায়ক শুভমন গিলের ঘাড়ে চোট । ঘাড়ে চোট, অ্যাম্বুল্যান্সে ইডেন ছাড়তে হল ভারতীয় দলের ক্যাপ্টেনকে। ব্যথা না কমায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভমন গিলকে। তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থ দলকে নেতৃত্ব দেন। ম্যাচের তৃতীয় দিন গিল মাঠে ফেরেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















