IND vs SL ODI Score Live: রাহুল-বিক্রমে ৪ উইকেটে জয়ী ভারত, ইডেনেই ট্রফি নিশ্চিত করে ফেললেন রোহিতরা
IND vs SL: রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ।
LIVE
Background
কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) বরাবরই রোহিত শর্মার (Rohit Sharma) পছন্দের মাঠ। ক্রিকেটের নন্দনকাননে ভুরিভুরি রান করেছেন রোহিত। নয় বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই ইডেনেই বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন 'হিটম্যান'। ফের একবার দিনরাতের ওয়ান ডে ম্যাচে ইডেনে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাই স্বাভাবিকভাবেই রোহিতের ব্যাটে রান দেখার প্রত্যাশায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ইডেনে কি ফের একবার চলবে রোহিতের ব্যাট?
নজরে রোহিত
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL 2nd ODI) জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। রোহিত ব্যক্তিগতভাবেও ছন্দে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিনি শতরান হাতছাড়া করেছেন বটে, তবে ৬৭ বলে ৮৩ রানের তাঁর ইনিংসে ছিল রোহিতের ফর্মে ফেরার ইঙ্গিত। এই বছরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। হতাশাজনক ২০২২ সালের পর তাই অধিনায়ক রোহিতের দিকে বিশেষ নজর থাকবেই। ইডেনে রোহিত আবার ব্যাট হাতে ঝড় তুলতে পারেন কি না, সেইদিকে নজর থাকবেই। নজর থাকবে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দিকেও।
Ind vs SL Live Updates: ৬৪ রান করে অপরাজিত রইলেন কে এল রাহুল
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ৬৪ রান করে অপরাজিত রইলেন কে এল রাহুল।
Ind vs SL Live: হাফসেঞ্চুরি রাহুলের
৯৩ বলে হাফসেঞ্চুরি কে এল রাহুলের।
IND vs SL ODI Score Live: ২১ রান করে ফিরলেন অক্ষর
২১ বলে ২১ রান করে ফিরলেন অক্ষর পটেল। ভারতের স্কোর ১৯১/৬। আর ৬১ বলে চাই ২৫ রান।
IND vs SL ODI Score Live: হার্দিককে ফেরালেন চামিকা
হার্দিক পাণ্ড্যকে (৩৬ রান) ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা চামিকা করুণারত্নের। ৩৪.১ ওভারে ভারতের স্কোর ১৬১/৫।
IND vs SL ODI Score Live: ১০২ বলে ৫৮ রান চাই টিম ইন্ডিয়ার
৩৩ ওভারে ভারতের স্কোর ১৫৮/৪। ম্যাচ জিততে আর ১০২ বলে ৫৮ রান চাই টিম ইন্ডিয়ার।