Mohammed Siraj: বল হাতে ৪ উইকেট নিয়েও সন্তুষ্ট নন মহম্মদ সিরাজ
Mohammed Siraj: তিরুঅনন্তপুরমে নির্ধারিত ১০ ওভারে সিরাজ ৩২ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। এর পাশাপাশি একটি রান আউটও করেন তিনি।
তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা সিরিজেই অনবদ্য বোলিং করেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচেও (IND Vs SL 3rd ODI) নিজের ফর্ম অব্যাহত রাখলেন ভারতের তারকা বোলার। নতুন বলে আগুন ঝরিয়ে শ্রীলঙ্কাকে প্রথমে চাপে ফেলে দেন সিরাজ। গোটা ইনিংসে আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি দ্বীপরাষ্ট্র। সিরাজের বোলিংয়ে ভর করেই ৩১৭ রানের বিরাট ব্যবধানে বিশ্বরেকর্ড গড়ে জয় পেল টিম ইন্ডিয়া (Team India)।
দুরন্ত বোলিং
ম্যাচে বল হাতে সিরাজ নির্ধারিত ১০ ওভারে ৩২ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। তিনি শ্রীলঙ্কার তিন টপ অর্ডার ব্যাটার আবিষ্কা ফার্নান্ডো, নুয়ানেন্দু ফার্নান্ডোকে ও কুশল মেন্ডিস তো সাজঘরে ফেরানই। পাশাপাশি ওয়ানিন্দু হাসারাঙ্গারও উইকেট নেন। চারটি উইকেট নিয়েই কিন্তু সিরাজ থেমে যাননি। তিনিই চামিকা করুণারত্নেকে রান আউটও করেন বটে। প্রথম ইনিংসে ব্যাট হাতে বিরাট কোহলি ঝড়ের পর, সিরাজের আগুনে বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করে শ্রীলঙ্কা। ৩৯১ রান তাড়া করতে নেমে ৭৩ রানেই অল আউট হয়ে যায় দ্বীপরাষ্ট্র।
The unstoppable Siraj: 4 wickets & 1 run-out. pic.twitter.com/Xjl21AZI2b
— Johns. (@CricCrazyJohns) January 15, 2023
সন্তুষ্ট নন সিরাজ
অবশ্য এমন দুরন্ত পারফর্ম করেও সিরাজ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। পাঁচ উইকেট নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করায় হতাশ ভারতের তারকা বোলার।ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে গিয়ে সিরাজ বলেন, 'আমি পাঁচ নম্বর উইকেটটা নেওয়ার প্রচুর চেষ্টা করেছি। অধিনায়কও চাইছিলেন আমি যাতে পাঁচ উইকেট নিই। তবে ভাগ্যে যা লেখা থাকে, তার থেকে বেশি কেউ কিছুই পায় না। আমি বেশ বহুদিন ধরেই ভাল ছন্দে বল করছি। আমার আউট সুইংটা বেশ ভালই হচ্ছে।'
প্রসঙ্গত, সিরাজ দুরন্ত পারফর্ম করলেও অপরাজিত ১৬৬ রানের ইনিংসের জন্য বিরাট কোহলিকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। কোহলিই সিরিজ সেরাও নির্বাচিত হন। এরপর বুধবার (১৮ জানুয়ারি) থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের আরেকটি ওয়ান ডে সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে সিরাজ নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে অব্যাহত দাপট, শতরানে সচিনকে পিছনে ফেললেন বিরাট