IND vs SL 1st ODI Score Live: প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের
IND vs SL: এই ম্যাচের মাধ্যমেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কোহলি। বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি বিরাট কোহলির সামনে।

Background
গুয়াহাটি: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (IND vs SL)। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্যাচের মাধ্যমেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কোহলি। বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি বিরাট কোহলির সামনে।
রেকর্ডের হাতছানি
ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরান করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর দখলে দেশের মাটিতে সর্বাধিক ২০টি ওয়ান ডে শতরান করার রেকর্ড রয়েছে। বর্তমানে বিরাট কোহলি দেশের মাটিতে ১৯টি শতরান হাঁকিয়েছেন। বর্ষাপাড়া স্টেডিয়ামে বিরাট যদি মঙ্গলবার শতরান হাঁকাতে পারেন, তাহলেই তিনি সচিনের রেকর্ডে ভাগ বসিয়ে ফেলবেন। এই সিরিজে একাধিক শতরান করতে পারলে সচিনের রেকর্ড ভেঙে এককভাবে এই রেকর্ড নিজের নামে করে নেওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে।
এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ব্যক্তিগত রেকর্ডও বেশ ভাল। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিনি ৬০-র গড় ও ৯০-র অধিক স্ট্রাইক রেটে রান করেছেন। তাঁর দখলে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক আটটি ওয়ান ডে শতরান করার রেকর্ডও। তবে এক্ষেত্রে তিনি যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী। সচিনও শ্রীলঙ্কার বিরুদ্ধে আটটি শতরান করেছেন। আজ শতরান করলে সেই রেকর্ড এককভাবে কোহলি দখলে চলে আসবে। 'কিংগ কোহলি' এখনও পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে মোট ১২৪৭১ রান করেছেন। আর ১৮০ রান করলেই তিনি কিন্তু ওয়ান ডেতে সর্বাধিক রান করা প্রথম পাঁচ ব্যাটারদের তালিকায় সামিল হয়ে যাবেন। তাই আজ ম্যাচে কোহলির দিকে কিন্তু বিশেষ নজর থাকবেই।
IND vs SL 1st ODI: জয় ভারতের
প্রথম ম্যাচে ৬৭ রানে জয় ভারতের।
IND vs SL 1st ODI Score Live : অষ্টম উইকেটের পতন শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন। একা লড়ছেন শনাকা।




















