IND vs ZIM: কফিনে শেষ পেরেক পোঁতার পালা গিলদের, আজ কীভাবে দেখবেন ভারত-জিম্বাবোয়ের পঞ্চম টি-টোয়েন্টি?
IND vs ZIM 5th T20: ক্লিন স্যুইপ না হলেও আজ পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ জিতে শেষটাও ভাল করতে চাইবে ভারতীয় শিবির। উল্টোদিকে সিকান্দার রাজার দলের কাছে সম্মান রক্ষার লড়াই।
হারারে: প্রথম টি-টোয়েন্টিতে হার। এরপরের তিনটি ম্য়াচে পরপর জয়ের হ্যাটট্রিক। গতকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচের পর শুভমন গিল জানিয়ে দিয়েছিলেন যে প্রথম ম্যাচে হারের পরই একটা জেদ চেপে গিয়েছিল গোটা দলের। পাল্টা প্রত্যাঘাতের জন্য তৈরি ছিল তরুণ ভারতীয় দল। ক্লিন স্যুইপ না হলেও আজ পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ জিতে শেষটাও ভাল করতে চাইবে ভারতীয় শিবির। উল্টোদিকে সিকান্দার রাজার দলের কাছে সম্মান রক্ষার লড়াই। ঘরের মাঠে সিরিজ খোয়ালেও শেষ টি-টোয়েন্টিতে জিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করবে জিম্বাবোয়ে।
কাদের ম্যাচ?
আজ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্য়াচে ভারত ও জিম্বাবোয়ে মুখোমুখি হবে
কবে খেলা?
ম্যাচটি হবে ১৩ জুলাই, রবিবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় রবিবার, বিকেল ৪.৩০ থেকে ম্য়াচ শুরু
কোথায় ম্যাচ?
ম্য়াচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচটি। সোনি লিভে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।
প্রথম ম্য়াচে সুযোগ আসেনি। অভিষেক শর্মা দ্বিতীয় ম্য়াচে সেঞ্চুরি হাঁকানোয় সেখানেও সুযোগ পাননি। কিন্তু গতকাল ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। রোহিত, বিরাট পরবর্তী জমানা যে যশস্বী কাঁধে করে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভারতীয় দলকে, তা বোঝাই যাচ্ছে। চলতি সিরিজে প্রত্যেক প্লেয়ারই সুযোগ পেয়েছেন একাদশে।
View this post on Instagram
আজকের ম্য়াচ জিতলে কফিনে শেষ পেরেকটি পোঁতা হয়ে যাব। ব্যাট হাতে হোক বা বল হাতে এই সফরে যে যে প্লেয়াররা যখনই সুযোগ পেয়েছেন নিজেদের জাত চিনিয়েছেন। রিঙ্কু সিংহ প্রথম ম্য়াচে আউট হয়ে গিয়েছিলে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে পরপর ভাল পারফর্ম করেছেন ব্যাট হাতে। গতকাল তো তিনটি ক্যাচও লুফেছেন। শুধুমাত্র রিয়ান পরাগের ব্যাট চলেনি। আজ সুযোগ পেলে রানের মধ্যে ফিরতে চাইবেন আইপিএলে রাজস্থানের জার্সিতে খেলা এই তরুণ।