IND vs PAK: এশিয়া কাপ, আইসিসি টুর্নামেন্ট ব্যতিক্রম, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে 'না' বিসিসিআইয়ের
Asia Cup 2025: এশিয়া কাপে গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় দল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ১০ সেপ্টেম্বর নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল।

করাচি: পহেলগাঁও জঙ্গি হামলার পর এশিয়া কাপে অংশ নেওয়া নিয়েই প্রশ্ন উঠেছিল। যদিও শেষ পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ আগস্ট খেলায় সম্মতি দিয়েছিল বিসিসিআই। কিন্তু যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের তরফে বৃহস্পতিবার ২১ আগস্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতেও কখনও কোনও ম্য়াচ খেলবে না ভারতীয় ক্রিকেট দল।
এশিয়া কাপে গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় দল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ১০ সেপ্টেম্বর নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে সূর্যকুমারের দল। তবে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে ভারত-পাকিস্তান ম্য়াচ রয়েছে। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কোনওদিনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। তবে এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলবে শুধু। ২০১২-১৩ থেকে দুটো প্রতিবেশী দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। দু দেশের রাজনৈতিক, সামাজিক অচলাবস্তার জন্য়ই খেলা বন্ধ রয়েছে। তার মধ্যে গত পহেলগাঁও জঙ্গি হামলার পর সমীকরণ আরও বদলে গিয়েছে।
চলতি বছরের এশিয়া কাপ দুবাই ও আবুধাবি দুটো শহরে খেলা হবে। মোট ১১টি ম্য়াচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও রয়েছে। আবুধাবিতে আটটি ম্য়াচ হবে। এশিয়া কাপের গ্রুপ 'এ'-তে রয়েছে পাকিস্তান, ভারত, আমিরশাহি ও ওমান। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশে, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারতের। তার প্রস্তুতি হিসেবেই এবারের এশিয়া কাপ কুড়ির ফর্ম্য়াটে হচ্ছে।
এশিয়া কাপ টি-টােয়েন্টিতে এবার ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলির মত তারকা ব্যাটাররা এবার থাকছেন না। এছাড়া সূর্যকুমার যাদবের নেতৃত্বে এর আগে কুড়ির ফর্ম্য়াটে দ্বিপাক্ষিক সিরিজে ভারত জয় ছিনিয়ে নিলেও এটাই হবে প্রথম বড় কোনও টুর্নামেন্ট। আগামী বছর সূর্যকুমারের নেতৃত্বেই হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল। তাছাড়া শুভমন গিল প্রায় ১ বছরের বেশি সময় পরে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরলেন। তিনিই আবার সূর্যকুমারের ডেপুটিও টুর্নামেন্টে। টেস্ট ইংল্য়ান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর এবার টি-টোয়েন্টিতেও নিজের জাত চেনানোর সুযোগ থাকছে গিলের সামনে।




















