IND vs NZ: তিলকের পরিবর্তে কোন ভারতীয় তারকা তিনে ব্যাট করবেন? সিরিজ় শুরুর আগেই জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য
Indian Cricket Team: অস্ত্রোপচার হওয়ার পর সাধারণত ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করা তিলক বর্মা গোটা সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন।

নাগপুর: বুধবার, ২১ জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ় (IND vs NZ T20I)। অস্ত্রোপচার হওয়ার পর তিলক বর্মা গোটা সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে কে তিন নম্বরে ব্যাট করবেন, সেই নিয়ে জল্পনা ছিল। সিরিজ় শুরুর আগেই সব জল্পনার অবসান ঘটালেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জানিয়ে দিলেন কে ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করবেন।
তিলকের বদলে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। রয়েছেন সূর্যকুমার যাদব নিজেও। দুইজনেরই কিন্তু তিন নম্বরে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে। তবে সূর্য জানিয়ে দিলেন তাঁরা দুইজনের কেউ নন, বরং ঈশান কিষাণ (Ishan Kishan) তিনে ব্যাট করবেন, কারণ তিনি বিশ্বকাপ দলে রয়েছেন এবং দলেও শ্রেয়সের আগে সুযোগ পেয়েছেন। পাশাপাশি সূর্য এও জানান শ্রেয়সকে তিন নয়, বরং তিনি খেললে তাঁকে পাঁচ নম্বরে ব্যাটিং করানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, 'ঈশান তিন নম্বরে ব্যাট করবে কারণ ও বিশ্বকাপ দলে রয়েছে এবং এই স্কোয়াডেও আগে ওই জায়গা পেয়েছিল, তাই ওকে দায়িত্ব দেওয়াটা আমাদের কর্তব্য। ও যেহেতু বিশ্বকাপ দলে রয়েছে, তাই (শ্রেয়সের) আগে ওর খেলার সুযোগ পাওয়া উচিত। চার বা পাঁচ নম্বরে ব্যাট করা নিয়ে প্রশ্নচিহ্ন হলে, বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হত। তবে তিলক নেই এবং সেক্ষেত্রে আমার মনে হয় ঈশানই আমাদের সেরা বিকল্প।'
🗣️🗣️ Ishan Kishan will play at no.3
— BCCI (@BCCI) January 20, 2026
Captain @surya_14kumar on the inclusion of @ishankishan51 in #TeamIndia's Playing XI in the 1⃣st T20I against New Zealand. #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/sZ3AB7RKVH
তাঁর নিজের তিন নম্বরে ব্যাট করার বিষয়ে প্রশ্ন করা হলে সূর্য বলেন, 'আমি উভয় জায়গায়ই ব্যাট করেছি। পরিসংখ্যানের দিক থেকে চার নম্বরে ব্যাট করে আমি বেশি ভাল করেছি, তবে তিনেও আমার পরিসংখ্যান খারাপ নয়। তবে সেই বিষয়টা নিয়ে আমরা ফ্লেক্সিবেল হওয়াটাই পছন্দ করি। তবে যদি পরিস্থিতি এমন হয় যেখানে আমাদের ডান হাতি ব্যাটারের (তিনে নামার) প্রয়োজন, তখন সেক্ষেত্রে আমি নামতে পারি।'




















