IND vs BAN: পদ্মাপারে সাদা বলের সিরিজ় খেলবেন রোহিতরা, আইপিএলের মাঝেই ঘোষিত হল সূচি
India Cricket Team: আসন্ন অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতীয় দল।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএল। ভারতে র প্রথম সারির প্রায় সমস্ত ক্রিকেটাররাই এই মেগা টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। তবে এর মাঝেই ওপার বাংলার দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সাদা বলের সূচি ঘোষণা করল বিসিসিআই।
আসন্ন অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) তিন ম্যাচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতীয় দল। ভারতীয় দল ১৩ অগাস্ট বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করবে। ১৭ অগাস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। ১৭ ও ২০ অগাস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ান ডে খেলা হবে। ২৩ অগাস্ট সিরিজ়ের শেষ ওয়ান ডে ম্যাচ খেলা হবে চট্টগ্রামে। ২৬ অগাস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচও এই মাঠেই খেলা হবে। এর পর ফের একবার দুই দল মিরপুরেই ২২ গজের মহারণে ফিরবে। ২৯ ও ৩১ অগাস্টে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বিশ ওভারের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ।
Dates announced for #TeamIndia's tour of Bangladesh.
— BCCI (@BCCI) April 15, 2025
The Senior Men's Team will play three T20Is and as many ODIs against Bangladesh.#BANvIND pic.twitter.com/xRnQa0BlZL
এই প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বিশ ওভারের দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে ভারতীয় দল। গত বছর শেষবার ভারত ও বাংলাদেশের বিশ ওভারের সিরিজ় আয়োজিত হয়েছিল। সেই সিরিজ় অবশ্য এদেশেই খেলা হয়। সেই সিরিজ়ে কার্যত একেপেশেভাবে বাংলাদেশকে দুরমুশ করে সূর্যকুমার যাদবের ভারতীয় দল। ৩-০ সিরিজ় জেতে টিম ইন্ডিয়া। তবে দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ়ে কিন্তু জয়ের হাসি হেসেছিল বাংলাদেশই। ২০২২ সালের সেই সিরিজ়ে ১-২ স্কোরলাইনে পরাজিত হয়েছিল ভারত। এবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় না, টিম ইন্ডিয়া পদ্মাপারের দলের বিরুদ্ধে দাপট দেখায়, সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে।
অপরদিকে, বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএল। আন্তর্জাতিক ক্রিকেট কার্যত হচ্ছে না বললেই চলে। মাসের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এবার সেই খেতাবজয়ী দলের ক্রিকেটারই আইসিসির বিচারে মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। কে তিনি? তিনি ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। নিউজ়িল্যান্ডের জেকব ডাফি এবং রাচিন রবীন্দ্রকে হারিয়ে এই পুরস্কার পেলেন শ্রেয়স। চ্যম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। এবার সেই পারফরম্যান্সের জন্যই সেরা নির্বাচিত হলেন তিনি।




















