Asia Cup 2023: এশিয়া কাপ শুরুর আগে ফটোশ্যুটে ব্যস্ত টিম ইন্ডিয়া, ছবি শেয়ার করলেন জাডেজা
Indian Cricket Team: ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে।
ক্যান্ডি: ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2023) অভিযান শুরু করবে ভারতীয় দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত হবে ম্যাচটি। তার আগে ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে ভারত ও পাকিস্তান, উভয় দলই পৌঁছে গিয়েছে। এবার এশিয়া কাপের আগে অফিসিয়াল ফটোশ্যুটও সেরে ফেললেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
প্রতিটি বড় টুর্নামেন্টের আগেই দলগুলি ফটোশ্যুট করে থাকে। তাই এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার ফটোশ্যুট করাটা নতুন কিছু নয়। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের ফটোশ্যুটের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফটোশ্যুটের থেকে কিছু ছবি শেয়ার করেন। ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, 'ব্লু ফিভার'।
Shubman Gill is ready for the Asia Cup...!!! pic.twitter.com/AXpU2fqNXf
— Johns. (@CricCrazyJohns) August 31, 2023
Blue fever 🏏🇮🇳 pic.twitter.com/Ne4Yl9CBSv
— Ravindrasinh jadeja (@imjadeja) August 31, 2023
তবে আজ টিম ইন্ডিয়া কোনওরকম অনুশীলন করবে না। বুধবারই ভারত থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু ক্যান্ডিতে কোনও বিমানবন্দর নেই। তাই আকাশপথে ক্যান্ডি পৌঁছনোর উপায় নেই। এবিপি লাইভের তরফে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, বিমানপথে কলম্বো পৌঁছে তারপর প্রায় ৩ ঘণ্টার বাসসফর করে ক্যান্ডি পৌঁছেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজারা। শনিবার এই শহরেরই পাল্লেকেলে মাঠে মুখোমুখি দ্বৈরথ দুই প্রবল প্রতিপক্ষের। তাই ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে বৃহস্পতিবার কোনওরকম নেট সেশন রাখেননি কোচ রাহুল দ্রাবিড়।
ভারতীয় শিবিরের খবর, পাল্লেকেলেতে এদিন এমনিতেই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে। তাই মূল মাঠে প্র্যাক্টিসের সুযোগ নেই। সঙ্গে দীর্ঘ বাসযাত্রার ক্লান্তি। তাই বৃহস্পতিবার টিমহোটেলেই সময় কাটাবেন ভারতীয় ক্রিকেটারেরা। পুল ও জিম সেশন রাখা হয়েছে। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে কর্নাটকের আলুরে ৬ দিনের প্রস্তুতি শিবির সেরেছিল ভারতীয় দল। সেখানে নেটে যথেষ্ট সময় কাটিয়েছেন ক্রিকেটারেরা। শনিবার পাকিস্তান ম্যাচের আগে শুক্রবার প্র্যাক্টিস করবেন রোহিতরা। পাল্লেকেলের মূল মাঠে নৈশালোকে চূড়ান্ত প্রস্তুতি সারার কথা ক্রিকেটারদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতই ফেভারিট, স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়