India Pakistan Conflict: ভারতের হয়ে টেস্ট অভিষেক মুলতুবি রেখে দেশের স্বার্থে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই ক্রিকেটার!
Hemu Adhikari: কেরিয়ারে ২১ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৮৭২ রান করেছেন। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ভারতীয় সেনা পাকিস্তানের একের পর এক আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল (IPL 2025)। এই বছর হতে চলা এশিয়া কাপ (Asia Cup 2025) -এর উপরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আগেও যুদ্ধ হয়েছে। তবে অনেকেরই জানা নেই যে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক তারকা নিজের টেস্ট অভিষেকের সুযোগ ছেড়ে ভারতের জন্য যুদ্ধ করেছিলেন।
যাঁর কথা বলা হচ্ছে, তাঁর নাম হেমু অধিকারী (Hemu Adhikari)। ২০০৩ সালে যাঁর মৃত্যু হয়েছে। তিনি নিজের কেরিয়ারে ২১ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৮৭২ রান করেছেন। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। হেমু লেগ স্পিন বোলিংও করতেন এবং নিজের সংক্ষিপ্ত বোলিং কেরিয়ারে তিনি ৩ টি উইকেটও নিয়েছেন।
টেস্ট অভিষেকের আগে যুদ্ধে লড়াই
এই ঘটনা ১৯৪০-এর দশকের, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই হেমু অধিকারী (Hemu Adhikari) ক্রিকেট জগতে ভাল পরিচিতি পেয়ে গিয়েছিলেন। কিন্তু যখন আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট অভিষেকের সুযোগ এসেছিল, তখন তিনি এই সুবর্ণ সুযোগ ছেড়ে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হয়ে দেশসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, ১৯৪৭ সালে তাঁকে লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয়েছিল।
পরে হেমু অধিকারী ১৯৪৭ সালে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। শোনা যায়, টেস্ট অভিষেকের পরেও তিনি ভারতীয় সেনায় কাজ করে গিয়েছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধেও একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। ১৯৫২ সালে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৮১ রান করেছিলেন এবং দশম উইকেট পার্টনারশিপে গোলাম আমেদের সঙ্গে রেকর্ড ১০৯ রানের পার্টনারশিপ করেছিলেন।
এদিকে, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনের লক্ষণ নেই। বারামুলা থেকে ভূজ, ২৬টি জায়গায় পাক ড্রোন হামলা হয়েছে, ব্যর্থ করল ভারত। শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ। দিশেহারা পাকিস্তানের টার্গেট নিরীহ ভারতীয়রা। উরি, পুঞ্চে ফের গুলি-মর্টার। এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ জন। ফিরোজপুরে ড্রোন হামলায় আহত ৩ জন।
ভারতের জবাবের মুখে পাকিস্তানের ঢাল অসামরিক বিমান। ভারতের আকাশসীমার কাছ দিয়ে উড়ল পিআইও, ব্লু এয়ারের যাত্রীবাহী বিমান।




















