India vs Australia: অস্ট্রেলিয়ার মাটিতে ভারত বনাম ভারত? বর্ডার-গাওস্কর ট্রফির আগে অভিনব প্রস্তুতির পরিকল্পনা
IND vs AUS: বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত (India vs Australia)। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত।
মুম্বই: বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত (India vs Australia)। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। তবে গুরুত্বপূর্ণ সেই সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ কি পাচ্ছে টিম ইন্ডিয়া?
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে একটিই মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। কাদের সঙ্গে খেলবে সেই প্রস্তুতি ম্যাচ? সূত্রের খবর, ভারতের মূল দল অস্ট্রেলিয়া যাওয়ার আগে সে দেশে যাবে ভারতীয় ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারত এ। তারপরে ভারতের মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত এ দলই। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না বিরাট কোহলিদের। শোনা যাচ্ছে, আগামী ১৫-১৭ নভেম্বর পারথে হবে সেই ম্যাচ। সেই মাঠেই ২২ নভেম্বর শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ।
কারা খেলবেন ভারতীয় ‘এ’ দলে? এখনও সেই দল ঘোষণা হয়নি। তবে সেই দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের। ভারতীয় টেস্ট দলে সম্প্রতি খেলেছেন, এমন কিছু ক্রিকেটারও সেই দলে থাকতে পারেন বলে খবর। ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচ দু’টি রয়েছে ৩১ অক্টোবর-৩ নভেম্বর উত্তর ম্যাকে এবং ৭-১০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ মেলবোর্নে। শোনা যাচ্ছে, সেই দলটিকেই রেখে দেওয়া হবে ভারতের মূল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।
কেন অস্ট্রেলিয়ার কোনও দলের সঙ্গে ম্যাচ খেলে প্রস্তুতির সুযোগ পাচ্ছে না ভারত? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রস্তুতি ম্যাচ খেলার কোনও অনুরোধ তাদের কাছে আসেনি। ক্রিরেট অস্ট্রেলিয়ার দাবি, বর্তমান সময়ে প্রস্তুতি ম্যাচের প্রথা প্রায় উঠেই গিয়েছে। গত বছর ভারত সফরে এসে অস্ট্রেলিয়াও কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি।
আরও পড়ুন: নাটকীয় পট পরিবর্তনে লিড পেল বাংলা, জন্মদিনের রাতে কোন মন্ত্রে বদলে গেলেন মুকেশ কুমার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।