Mumbai Indians: আইপিএলে দুর্দশা কাটাতে পুরনো কোচকেই ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স, ফিরবে কি ট্রফি ভাগ্য?
Mahela Jayawardene: ভাগ্য বদলাতে এবার পুরনো কোচে আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স। দলের কোচ করে ফেরানো হল শ্রীলঙ্কার কিংবদন্তিকে।
মুম্বই: তাঁর প্রশিক্ষণে তিন-তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান। তবে নীতা ও মুকেশ অম্বানির দলের শেষ ট্রফি এসেছে চার বছর আগে। ২০২০ সালে। তারপর থেকে ট্রফির খরা পাঁচবারের চ্যাম্পিয়নদের। গত আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে দলের অধিনায়ক ঘোষণা করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাতে দলের পারফরম্যান্সের মান বাড়েনি। দশ দলের টুর্নামেন্টে দশম স্থানে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
ভাগ্য বদলাতে এবার পুরনো কোচে আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স। দলের কোচ করে ফেরানো হল শ্রীলঙ্কার কিংবদন্তিকে। মাহেল জয়বর্ধনেকে (Mahela Jayawardene) নতুন কোচ নিযুক্ত করল মুম্বই। সেই জয়বর্ধনে যাঁর প্রশিক্ষণে ২০১৭ থেকে ২০২২ - টানা পাঁচ বছর খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময় তিনবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে। ফের সেই জয়বর্ধনের ওপর আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।
মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির তরফে আকাশ অম্বানি বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে মাহেলাকে ফিরে পেয়ে আমরা রোমাঞ্চিত। ওঁর নেতৃত্ব, জ্ঞান ও খেলার প্রতি আবেগ থেকে সব সময়ই উপকৃত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি গত দুই মরশুম ধরে দলকে কোচিং করানো মার্ক বাউচারকে তাঁর অবদানের জন্য ধন্যবাদ।'
পুরনো দলে ফিরে উচ্ছ্বসিত মাহেলাও। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আমারও বিবর্তন হয়েছে। ২০১৭ সালে আমাদের লক্ষ্য ছিল প্রতিভাবান এক ঝাঁক ক্রিকেটারকে এক সূত্রে বাঁধা। সেই লক্ষ্যে সফল হয়েছিলাম। এবারও চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
View this post on Instagram
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল হেড অফ ক্রিকেট নিযুক্ত করেছিল জয়বর্ধনেকে। তারপর থেকে ডব্লিউপিএল, এমএলসি ও আইএল টি-২০-তে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপর ফের মুম্বই ইন্ডিয়ান্সে পূর্ণ সময়ের দায়িত্ব দিয়ে ফেরানো হল শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম ক্রিকেটারকে।
আরও পড়ুন: পরপর দুই শূন্য, দল থেকে বাদ পড়ার ভয় পেয়েছিলেন, বাংলাদেশকে ধ্বংস করে জানালেন স্যামসন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।