IND vs AUS: ভারতের বিরুদ্ধে কত নম্বরে ব্যাট করবেন স্মিথ? জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
Border Gavaskar Trophy: টেস্টে ওপেনার হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে একমাত্র ৯১ রানের ইনিংস খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে এই ইনিংসটি খেলেছিলেন স্মিথ।
সিডনি: ক্যামেরন গ্রিন বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলছেন না। চোটের জন্য ছিটকে গিয়েছেন তিনি। আর সেই খবর চাউর হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যে স্টিভ স্মিথকে হয়ত ওপেনিংয়ে পাঠানো হবে। কিন্তু সেই খবরে জল ঢেলে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্য নির্বাচক জর্জ বেইলি। প্রাক্তন অজি অধিনায়ক বলে দিলেন স্মিথ চার নম্বর পজিশনেই অর্থাৎ মিডল অর্ডারেই ব্যাটিং করবেন। উল্লেখ্য, এর আগে ডেভিড ওয়ার্নারের অবসরের পর কয়েকটি টেস্টে ওপেনিং স্লটে নেমেছিলেন স্মিথ। যদিও তাতে সেভাবে সাফল্য পাননি প্রাক্তন অজি অধিনায়ক।
টেস্টে ওপেনার হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে একমাত্র ৯১ রানের ইনিংস খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে এই ইনিংসটি খেলেছিলেন স্মিথ। কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। তবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে চার ইনিংসে মাত্র ৫১ রান করেছিলেন ডানহাতি ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক মণ্ডলীর প্রধান বেইলি বলেন, ''প্য়াটের সঙ্গে কথা হয়েছে আমাদের। স্মিথ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেনিংয়ে নামবে না। ও যেমন মিডল অর্ডারে খেলে এসেছে। সেই পজিশনেই খেলবে।''
এদিকে, সম্ভাবনা সত্যি করে এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানা গিয়েছে গ্রিনের পিঠের চোটের পরিস্থিতি খুবই জটিল। গত মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। সেখানেই পিঠের ব্যথা বেশি করে অনুভব করেন তারকা অলরাউন্ডার। এরপরই স্ক্যান করা হয়। তখন স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। তাঁর অস্ত্রোপচার করা হবে। আর সেই জন্য শুধু ভারত সফর নয়। আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত এই দীর্ঘকায় ক্রিকেটার।
প্রথমে শোনা যাচ্ছিল যে আসন্ন বর্ডার গাওস্কর ট্রফিতে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে নামবেন ডানহাতি এই দীর্ঘকায় অজি তারকা। কিন্তু এবার শোনা যাচ্ছে অপারেশন হতে পারে গ্রিনের। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগ ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রুকনার জানিয়েছিলেন যে পিঠের চোট এমন ধরণের গ্রিনের যে ওঁর পক্ষে বল করা রীতিমত কঠিন। আর সম্পূর্ণ ফিট হয়ে ওঠার আগে পর্যন্ত মাঠে নামা কোনওভাবেই সম্ভব নয় গ্রিনের।
অস্ট্রেলিয়া টেস্ট দলের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যামেরন গ্রিন। এবার গ্রিন না থাকায় তাঁর পরিবর্তে নির্ভরযোগ্য অলরাউন্ডারকে খুঁজে বের করতে হবে অজি ক্রিকেট শিবিরকে।