IND vs AUS Live: চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৯, ৩৩৩ রানের বিশাল লিড কামিন্সদের
India vs Australia 4th Test: ভারত বনাম অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ আপডেট
LIVE
Background
তৃতীয় দিনে খারাপ আলোর জেরে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় খেলা। এর ফলে যে পরিমাণ ওভার খেলা যায়নি, সেটা যতটা সম্ভব পুনরুদ্ধার করতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই শুরু হবে খেলা। অর্থাৎ ম্যাচের প্রথম তিন দিন ভারতীয় সময় অনুযায়ী ভোর পাঁচটায় ম্যাচ শুরু হলেও, রবিবার থেকে ভোর সাড়ে চারটেতে শুরু হবে দুই যুযুধান প্রতিপক্ষের ২২ গজর লড়াই।
মেলবোর্নে এদিন প্রথম উইকেট যায় ঋষভ পন্থের। ভালই খেলছিলেন। কিন্তু হঠাৎ বোল্যান্ডের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট হারান ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার। সামনে নতুন বলে স্টার্ক, কামিন্স, বোল্যান্ডরা। নিশ্চিতভাবেই এই পরিস্থিতিতে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। কিন্তু পন্থ হঠাৎ করেই একটা ভুল শট বেছে নিলেন।
১৯১ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত। তখন তিনি নেমেছিলেন ব্যাট করতে। ফলো অন বাঁচাতে প্রথম ইনিংসে ভারতের প্রয়োজন ছিল ২৭৫ রান। নিজের অর্ধশতরানের সঙ্গে ভারতের ফলো অনও বাঁচিয়ে দিলেন তরুণ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অর্ধশতরান পূরণ করার পর ব্যাটটি নিজের থুতনির নীচে থেকে হালকা ঘুরিয়ে দেন। ঠিক যেমন অল্লু অর্জুন পুষ্পা ছবিতে 'ঝুঁকেগা নেহি' বলেছিলেন। সেটাই করলেন ব্যাট হাতে। মিচেল স্টার্কের বলে বাউন্ডারি হাঁকিয়ে রাজার মত অর্ধশতরান পূরণ করেন নীতিশ। ৮১ বলে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন।
১৭১ বলে নিজের শতরানের ইনিংস পূরণ করেন রেড্ডি। দিনশেষে ভারতের স্কোর ৩৫৮/৯। আপাতত ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে প্রথম ইনিংসে। ফলো অন বাঁচালেও ম্য়াচ বাঁচানোর সম্ভাবনা কিন্তু এখনও ক্ষীণ বলা যায়।
IND vs AUS Live Score: চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৯
৫৫ রানের পার্টনারশিপ গড়ে নিলেন লিঁয় ও বোল্যান্ড। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৯। ৩৩৩ রানের বিশাল লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ দিনে কোনদিকে গড়াবে ম্য়াচ?
IND vs AUS Live Update: শেষ উইকেটে ৩৬ রান যোগ করলেন বোল্যান্ড-লিঁয়
শেষ উইকেটে লিঁয়-বোল্যান্ড জুটি ৩৬ রান বোর্ডে যোগ করে নিল। অস্ট্রেলিয়া ৩১৪ রানের লিড নিয়ে নিল। ১ ঘণ্টা ৪৫ মিনিটের ওপর ব্যাটিং করছেন লিঁয় ও বোল্যান্ড।
IND vs AUS Live Score: কামিন্সকে ফেরালেন জাডেজা
অবশেষে কামিন্সকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন রবীন্দ্র জাডেজা। ৪১ রানের ইনিংস খেলে আউট হলেন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার নবম উইকেটের পতন।
IND vs AUS Live Update: আউট স্টার্ক
কিপিং এন্ড থেকে বোলার এন্ডে বল ছুঁড়ে মিচেল স্টার্ককে দুর্দান্ত রান আউট করলেন ঋষভ পন্থ।
IND vs AUS Live Score: ৭০ রান করে মার্নাস লাবুশেন আউট
৭০ রান করে মার্নাস লাবুশেন আউট হয়ে গেলেন। তাঁকে ফিরিয়ে দিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন। অস্ট্রেলিয়া এগিয়ে ২৫৭ রানে।