IND vs AUS: গাব্বা টেস্টে চতুর্থ দিনও কি বৃষ্টি তাল কাটবে খেলায়? ম্য়াচ এগােচ্ছে কোনদিকে?
Border Gavaskar Trophy: গাব্বা টেস্টের তৃতীয় দিনে ৩৩.১ ওভার মাত্র খেলা সম্ভব হয়েছে। সোমবার বৃষ্টি এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল বারবার যে খেলা প্রায় আটবার স্থগিত রাখতে হয়।
ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) গাব্বা টেস্টের প্রথম দিনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিনে পুরো নির্ধারিত ওভার অনুযায়ী খেলা হয়েছে। তবে তৃতীয় দিনে সোমবার ফের বৃষ্টি তাল কেটেছে। এই পরিস্থিতিতে আদৌ ম্য়াচের ফল নির্ধারণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। চতুর্থ দিনে কেমন থাকবে পারে ব্রিসবেনের আবহাওয়া? পুরো ৯০ ওভার খেলা আয়োজন করা সম্ভব হবে আদৌ?
গাব্বা টেস্টের তৃতীয় দিনে ৩৩.১ ওভার মাত্র খেলা সম্ভব হয়েছে। সোমবার বৃষ্টি এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল বারবার যে খেলা প্রায় আটবার স্থগিত রাখতে হয়। খেলার মোমেন্টামও নষ্ট হয়ে যায় বারবার। ব্রিসবেনের স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, খেলার চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশের বেশি। সেক্ষেত্রে দিনের পুরো খেলাই ভেস্তে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চতুর্থ দিনে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া সূত্রে খবর, ঘণ্টায় প্রায় ১৫ কিমি বেগে হাওয়া বইতে পারে।
View this post on Instagram
সোমবার, ম্যাচের তৃতীয় দিন খেলা হল মাত্র ৩৩.১ ওভার। আর তাতেই অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫১ রান। এদিন সকালে নাথান লায়নকে ফেরালেন সিরাজ। ৭০ রান করে আকাশ দীপের শিকার অ্যালেক্স ক্যারি। ৪৪৫ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতীয় ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা স্টার্কের। পরপর তুলে নিলেন যশস্বী জয়সওয়াল (৪ রান) ও শুভমন গিলকে (১ রান)। এরপরই বিরাট ধাক্কা দেন হ্যাজলউড। তাঁর বাইরের দিকে বেরনো বলে ব্যাট ছুঁইয়ে ১৬ বলে মাত্র ৩ রান করে কট বিহাইন্ড কোহলি।
সোমবার, ম্যাচের তৃতীয় দিন খেলা হল মাত্র ৩৩.১ ওভার। আর তাতেই অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫১ রান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।