IND vs AUS: উত্তাপ বাড়ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের, ইতিমধ্যেই শেষ ১ লক্ষ ৭৫ হাজার টিকিট
IND vs AUS Series: এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটের ইতিহাসে ভারত ও অস্ট্রেলিয়া পরস্পর ১৫২টি ম্য়াচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি ম্য়াচ জিতেছে। অন্য়দিকে ৫৮টি ম্য়াচে জিতেছে ভারত।

পারথ: বিরাট কোহলি ও রোহিত শর্মা ফিরে আসায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তাপ আরও বেড়ে গিয়েছে। অজি ভূমিতে শেষবার ২ তারকা ক্রিকেটারকে দেখতে উন্মাদনা দেখা দিচ্ছে সমর্থকদের মধ্যেও। প্রথমে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও পরে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুটো দল। তবে ওয়ান ডে সিরিজের জন্য সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। কারণ এই সিরিজেই বিরাট ও রোহিত ফিরেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে প্রায় ১,৭৫০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার ভারতের ২ ক্রিকেটার নীতীশ রেড্ডি ও ধ্রুব জুরেলের সঙ্গে ফটোশ্যুটে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডকে। ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল জানিয়েছেন, ''আমরা আগামী কয়েকদিন দুর্দান্ত ম্য়াচ খেলার জন্য মুখিয়ে আছি।'' ট্রাভিস হেড জানিয়েছেন, ''দুটো দলই দারুণ প্রস্তুতি সেরেছে। এছাড়া পারথের পিচও খেলার জন্য আদর্শ। আশা করি প্রথম ওয়ান ডে ম্য়াচ খুবই উপভোগ্য হবে।''
এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটের ইতিহাসে ভারত ও অস্ট্রেলিয়া পরস্পর ১৫২টি ম্য়াচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি ম্য়াচ জিতেছে। অন্য়দিকে ৫৮টি ম্য়াচে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ১০টি ম্য়াচে কোনও ফল বের হয়নি।
অন্য়দিকে অস্ট্রেলিয়ার মাটিতেও ইতিহাস বলছে এগিয়ে রয়েছে ক্যাঙ্গারু ব্রিগেডই। সেখানে ৫৪টি ওয়ান ডে ম্য়াচ খেলে মাত্র ১৪ ম্য়াচেই জিততে পেরেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া ৩৮টি ম্য়াচে জিতেছে। ২টাে ম্য়াচে কোনও ফল বেরোয়নি।
দু দেশের মধ্যে ওয়ান ডে সিরিজের লড়াইয়ে অস্ট্রেলিয়া ৮টি সিরিজ জিতেছে। ভারতীয় দল ৭টি সিরিজ জিতেছে।
ভারত ও অস্ট্রেলিয়া ওয়ান ডে ফর্ম্য়াটে শেষবার মুখোমুখি হয়েছিল চ্য়াম্পিয়ন্স ট্রফির মঞ্চে। সেবারও জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্য়াচে অজি ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় তারকা ছিলেন স্টিভ স্মিথ। তিনি অর্ধশতরানের ইনিংস খেলেন। কিন্তু স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া নিয়মিত অধিনায়ক প্য়াট কামিন্সকে পাওয়া যাবে না সিরিজে। ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজেও কামিন্সকে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে মিচেল মার্শকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দেখা যাবে মাঠে।
View this post on Instagram



















