IND vs AUS: 'আমাদের রবিবারটা নষ্ট হল...', পারথে বিরাট-রোহিত আউট হতেই সোশ্য়াল মিডিয়ায় বিদ্রুপ
IND vs AUS ODI: প্রথম ওয়ান ডে ম্য়াচে বৃষ্টি বারবার তাল কাটছে। ম্য়াচের ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছে ৩২ ওভারে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্য়াচ হবে আগামী ২৩ ও ২৫ অক্টোবর।

পারথ: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারত। পারথে রবিবার প্রথম ওয়ান ডে ম্য়াচ খেলতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। যাঁদের নিয়ে মূলত এই সিরিজের উত্তেজনা ছড়িয়েছে প্রথম থেকেই সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা কিন্তু রান পাননি। দুজনেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমে রোহিত ৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন। বিরাট কোহলি তো খাতাই খুলতে পারেননি। প্রথমজনকে ফিরিয়ে দেন জশ হ্যাজেলউড। অন্যদিকে, বিরাটকে ফেরান স্টার্ক। ব্যাকওয়ার্ড পয়েন্টে তাঁর দুরন্ত ক্য়াচ লুফে নেন কুপার কনোলি। এদিকে, ২ তারকা ফিরতেই সোশ্য়াল মিডিয়ায় একের পর এক মিম ভাইরাল হয়েছে। বিরাটের পঞ্চম স্ট্যাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হওয়া নিয়েও অনেকে বিদ্রুপ করেছেন।
সোশ্য়াল মিডিয়ায় যে মিমগুলো ভাইরাল হয়েছে- - - -
Virat Kohli ruined our sunday successfully. pic.twitter.com/kcTk6PBSwe
— ` (@viratkohli_un) October 19, 2025
Virat Kohli makes a comeback with an outside edge 💔 pic.twitter.com/XSWrKRWa9t
— Dinda Academy (@academy_dinda) October 19, 2025
Virat Kohli and Rohit Sharma 🥰 pic.twitter.com/GhNo6W3Vly
— Homie (@homelander_yyy) October 19, 2025
Virat Kohli love story with OUTSIDE OFF-STUMP BALL 🥲#INDvsAUS pic.twitter.com/WVt5zFnkCT
— Sports Wala (@sp0rtswala) October 19, 2025
Rohit Sharma today #INDvsAUS #AUSvIND pic.twitter.com/SlpIVI3R0c
— भाई साहब (@Bhai_saheb) October 19, 2025
২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরাট ও রোহিতের। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষবারের জন্য নামতে চলেছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ২ জনেই। বিরাট কোহলি আইপিএলের পরই লন্ডনে উড়ে গিয়েছিলেন। বছরের বেশিরভাগ সময় এখন ওখানেই থাকেন তারকা ব্যাটার। সেখানেই নেটে অনুশীলন সারতে দেখা দিয়েছিল বিরাটকে। অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার ২ দিন আগে ভারতে এসে পৌঁছান কোহলি। এরপর অস্ট্রেলিয়ায় এসে দু-তিন দিনের প্রস্তুতি ও নেট সেশনের পরই পারথে খেলতে নেমেছিলেন। সম্প্রতি নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, ''দীর্ঘদিন পরে রোহিত ও বিরাট জাতীয় দলের জার্সিতে খেলতে নামবে। ওঁদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হতে পারে সিরিজটি।''
এদিকে, প্রথম ওয়ান ডে ম্য়াচে বৃষ্টি বারবার তাল কাটছে। ম্য়াচের ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছে ৩২ ওভারে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্য়াচ হবে আগামী ২৩ ও ২৫ অক্টোবর।




















