Rohit Sharma: নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় রোহিত হয়ত আঘাত পেয়েছে, ব্যাট হাতেই জবাব দেবে: বাঙ্গার
IND vs AUS: ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও বিরাটদের প্রাক্তন ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন ২০১২ সালে যেমন ক্ষুধার্ত ছিলেন রোহিত, ঠিক সেই রোহিতকেই দেখা যাবে।

মুম্বই: ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই নিজের শরীরে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। প্রায় ১০ কিলোর মত ওজন ঝড়িয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। এর মধ্যেই তাঁকে আন্তর্জতিক ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে শুভমন গিলকে অধিনায়ক করা হয়েছে।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও বিরাটদের প্রাক্তন ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন ২০১২ সালে যেমন ক্ষুধার্ত ছিলেন রোহিত, ঠিক সেই রোহিতকেই দেখা যাবে। ২০১১ সালে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন হিটম্য়ান। তাঁর চোট ও অফফর্মের জন্য ধোনি ও কোচ গ্যারি কার্স্টেনকে তাঁকে ছাড়াই দল সাজাতে হয়। এরপরই নিজেকে পুরো বদলে জাতীয় দলে কামব্যাক করেন রোহিত। ধোনি যার জন্য ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় রোহিতকে টপ অর্ডারে তুলে নিয়ে আসেন। বাঙ্গার বলছেন, "২০১১ ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর রোহিতকে ফিটনেস নিয়ে এতটা খাটতে দেখেছিলাম। এবারও ওকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা ওর খারাপ লেগেছে। আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার মাটিতেও অপ্রতিরোধ্য রোহিতকে দেখতে পাব। ব্য়াট হাতেই সব জবাব দেবে ও। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত দুর্দান্ত কেরিয়ার গিয়েছে রোহিতের। কিন্তু ফিটনেস ইস্যুতে এবার ভীষণ খেটেছে ও। অস্ট্রেলিয়ায় তার ফলও পাবে।''
অস্ট্রেলিয়ায় রোহিতের ঈর্ষণীয় পারফরম্য়ান্স
ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। ৩০ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১৩২৮ রান করেছেন রোহিত ৫৩ গড়ে। এই ফর্ম্য়াটে পাঁচটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অজি ভূমিতে রোহিতের ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭১। রোহিত অস্ট্রেলিয়া সফরে যদিও রেকর্ডের সামনে রয়েছেন। বর্তমানে শাহিদ আফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় শিখরে রয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি দ্রুততম হিসাবেও ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেন। আফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেন। রোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিক। এবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে।




















