IND vs AUS T20: স্টার্ক-অভিষেক ডুয়েল ঘিরে উত্তাপ বাড়ছে, কখন থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি?
India vs Australia T20 Series: এশিয়া কাপে খেলতে নেমেছিল। চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের দল।

ক্যানেবেরা: ওয়ান ডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয়ের লক্ষ্যে মরিয়া ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। আগামীকাল ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে আগামীকাল থেকে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। কুড়ির ফর্ম্য়াটে শেষবার জাতীয় দল এশিয়া কাপে খেলতে নেমেছিল। চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের দল।
টি-টোয়েন্টি সিরিজে আজ থেকে কোনও কোন দুটো দল মুখোমুখি হবে?
পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে আগামীকাল ২৯ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে।
কোথায় খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ?
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি খেলা হবে ক্যানবেরার মানুকা ওভালে।
কখন শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি?
২৯ অক্টোবর, ভারতীয় সময় দুপুর ১.৪৫ থেকে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি, তার ৩০ মিনিট আগে হবে টস।
কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচটি?
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচটি টিভিতে দেখতে পারবেন স্টার স্পোর্টসের যে কোনও নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩২টি ম্য়াচ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। মেন ইন ব্লুজরা কিছুটা এগিয়েই আছে এই ফর্ম্য়াটে অজি শিবিরের বিরুদ্ধে। মোট ২০টি ম্য়াচে ভারত জিতেছে। ১১ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। একটি ম্য়াচের কোনও ফল বেরয়নি। শেষবার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দু দলের মুখোমুখি মহারণে ভারতীয় দল ২৪ রানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল। ভারত সেই ম্য়াচে প্রথমে ব্য়াটিং করতে নেমে ২০৫ রান বোর্ডে তুলেছিল। রোহিত শর্মা ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সাতটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকিয়েছিলেন হিটম্য়ান। অস্ট্রেলিয়া ১৮১ রানই বোর্ডে তুলেছিল।
View this post on Instagram
প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডের নেতৃত্বে দেখা যাবে মিচেল মার্শকেই। তাঁর নেতৃত্বেই ওয়ান ডে সিরিজ জিতেছিল ব্যাগি গ্রিনরা। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্য়াচে দলে ফিরবেন গ্লেন ম্য়াক্সওয়েল।




















