IND vs AUS: অস্ট্রেলিয়ায় গিয়ে দূরত্ব বেড়েছে বিরাট ও গম্ভীরের? ফের ভাঙন ভারতীয় শিবিরে?
Gambhir And Virat: প্রথম ওয়ান ডে ম্য়াচে হার, বিরাটের নিজের ব্য়াটিং ব্যর্থতা, সবকিছুর পর এমনটাই স্বাভাবিক যে সিনিয়র প্লেয়ার হিসেবে বিরাট ও কোচ গৌতম গম্ভীরের আলোচনা করতে দেখা যাবে।

অ্য়াডিলেড: বিরাট কোহলির (Virat Kohli)-গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে পারস্পরিক সম্পর্ক কি ফের তলানিতে? অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে দুজনের মধ্যে দূরত্ব কিন্তু তেমনটাই আভাস দিচ্ছে। এই মুহূর্তে অজি সফরে ওয়ান ডে সিরিজ খেলছে ভারতীয় দল। সেই দলে রয়েছেন বিরাটও। কিন্তু পরপর দুটো ম্য়াচেই শূন্য় রানে প্যাভিলিয়ন ফিরেছেন। কিন্তু এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে গম্ভীরের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন কোহলি। ২ জনকে একসঙ্গে অনুশীলনে বা ড্রেসিংরুমে এক সঙ্গে আলোচনা সারতেও দেখা যায়নি।
প্রথম ওয়ান ডে ম্য়াচে হার, বিরাটের নিজের ব্য়াটিং ব্যর্থতা, সবকিছুর পর এমনটাই স্বাভাবিক যে সিনিয়র প্লেয়ার হিসেবে বিরাট ও কোচ গৌতম গম্ভীরের আলোচনা করতে দেখা যাবে। কিন্তু এমনটা একবারও হয়নি। এমনকী দ্বিতীয় ওয়ান ডে-র পরও। অ্য়াডিলেডেও শূন্য রানে আউট হয়েছেন কোহলি। রোহিত শর্মা ও কোহলিকে একসঙ্গে আলোচনা করতে। নেটে ব্য়াটিং করতে দেখা গিয়েছে। তরুণ ক্রিকেটারদের টিপস দিতেও দেখা গিয়েছে। এমনকী মাঠে শুভমন গিলের সঙ্গেও অনেকবার কথা বলেছেন বিরাট ও রোহিত। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকেও অনেক কিছু বলতে দেখা গিয়েছে। এখন এটাই প্রশ্ন উঠছে যে তাহলে কি ফের একবার ২ সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে গম্ভীরের?
এমনিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর গম্ভীর কিছুটা চাপেই। প্রথম একাদশে কুলদীপ যাদবকে না খেলানো নিয়ে অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। প্রথম ম্য়াচে ভারতের হারের পর রবিচন্দ্রন অশ্বিনও আঙুলে তুলেছিলেন গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের দিকে। যদিও এরপরও দ্বিতীয় ম্য়াচে কুলদীপকে খেলানো হয়নি। তার ফলও ভুগতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
প্রথম ম্য়াচের আগে রোহিত শর্মার সঙ্গে গম্ভীরকে নেটে আলোচনা করতে দেখা গিয়েছিল। যদিও খুব একটা মধুর সম্পর্ক য়ে তাঁদের মধ্যে আর নেই, তা রোহিতের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল। টেস্ট ফর্ম্য়াট থেকে দুই তারকার সরে যাওয়ার পেছনেও গম্ভীরের হাত রয়েছে বলে মনে করছেন অনেকেই। অন্য়দিকে বিরাটের সঙ্গে দীর্ঘ সময়ে অম্ল-মধুর সম্পর্কের পর ২০২৪ আইপিএলের আগে বরফ গলেছিল। দুজনকে বেশ হাসি ঠাট্টা করতে দেখা গিয়েছিল। কিন্তু জাতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের আসার পর থেকে অঙ্ক ফের বদলে যায়। তরুণ ভারতীয় দলে রোহিত ও বিরাটকে দেখতে হয়ত চাইছেন না আর প্রাক্তন ভারতীয় ওপেনার।



















