India vs Bangladesh 3rd T20I Live: নিজামের শহরে ১৩৩ রানে বাংলাদেশকে দুরমুশ করে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিল ভারত
India vs Bangladesh Score Live: মাহমুদুল্লাহর শেষ ম্যাচে লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারতের মাটিতে টেস্টের পর টি-২০ সিরিজেও হার বাংলাদেশের।
LIVE
Background
হায়দরাবাদ: বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তিনি। শনিবার হায়দরাবাদে বাংলাদেশের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ (Mahmudullah)। দিল্লি ম্যাচের আগেই ১৪০ টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটার জানিয়ে দিয়েছিলেন, চলতি সিরিজই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর শেষ সিরিজ। দিল্লিতে ৪১ রান করে তিনি দলের সর্বোচ্চ স্কোরার। তবে সম্প্রতি ফর্ম আর বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়ছিলেন। হায়দরাবাদে ভাল কিছু করেই শেষ করতে চেয়েছিলেন নিজের টি-২০ কেরিয়ার।
তবু শেষ ম্যাচেও হার হজম করতে হল মাহমুদুল্লাহকে। নিজামের শহরে ১৩৩ রানে বাংলাদেশকে দুরমুশ করে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিল ভারত।
তবে ভারতের নতুন টি-২০ দলকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। দ্বিতীয় টি-২০ ম্যাচে শুরুতেই ৩ উইকেট হারানোর পরেও বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর তুলেছিল ভারত। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও রিঙ্কু সিংহের (Rinku Singh) ব্যাটের ঝড়ে আক্রান্ত হয়েছিল বাংলাদেশ। তাদের যন্ত্রণা বাড়ান হার্দিক পাণ্ড্য ও রিয়ান পরাগ। বিধ্বংসী ইনিংস খেলে যান। ভারতের ২২২ ান তাড়া করতে নেমে মাত্র ১৩৫/৯ স্কোরে আটকে যায় বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে কোনও পরিবর্তন করেনি ভারত। তৃতীয় ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে কাউকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সিরিজে বাংলাদেশের কাছে এখনও পর্যন্ত একমাত্র আশার আলো বলতে পেসারদের ফর্ম। তাস্কিন আমেদ, মুস্তাফিজুর রহমান, তাঞ্জিম হাসান সাকিব - সকলেই উইকেট তুলছেন। তবে স্পিনারদের ফর্ম চিন্তায় রাখবে শান্তদের।
India vs Bangladesh Score Live: ১৩৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত
হাফসেঞ্চুরি করেও দলের হার এড়াতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪২ বলে ৬৩ রানে অপরাজিত রইলেন তিনি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ আটকে গেল ১৬৪/৭ স্কোরে। ১৩৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত।
IND vs BAN Live: ১৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৫
২৫ বলে ৪২ রান করে ফিরলেন লিটন দাস। ৮ রান করে ফিরলেন মাহমুদুল্লাহ। ১৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৫।
India vs Bangladesh 3rd T20I Live: ৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৮৬/৩
শান্তকে ফেরালেন রবি বিষ্ণোই। ৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৮৬/৩।
India vs Bangladesh Score Live: তানজিদ হাসানকে (১৫ রান) ফেরালেন ওয়াশিংটন সুন্দর
তানজিদ হাসানকে (১৫ রান) ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩৯/২।
IND vs BAN Live: প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে ফেরালেন ময়ঙ্ক
প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে ফেরালেন ময়ঙ্ক যাদব। ১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫/১।