India vs Bangladesh: ২৮০ রানে জয়, অশ্বিন-জাড্ডু ভেল্কিতে সাড়ে তিনদিনে বাংলাদেশকে দুরমুশ করল ভারত
Ravichandran Ashwin: জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে গেল ২৩৪ রানে। বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
চেন্নাই: ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে, মোবাইলে অনলাইন স্ট্রিমিংয়ে একটি বিজ্ঞাপন বেশ নজর কেড়ে নিচ্ছে। পাকিস্তানের জার্সি পরা এক ঝাঁক যুবক যুবতী। বলছেন, আমরা সকলেই ভারতকে সমর্থন করছি। আমাদের ঘরে এসে হারিয়ে গিয়েছে বাংলাদেশ। আমাদের হয়ে বদলা নিক ভারতই। বাংলাদেশকে ()India vs Bangladesh টেস্ট সিরিজে হারিয়ে পাকিস্তানের বিপর্যয়ের জবাব দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত! যে কোনও ক্রিকেটপ্রেমী শুনলে বিস্মিত হবেন।
বিজ্ঞাপনী চমক হতে পারে। তবে ফলাফলে অন্তত সেই দাবিই মেটাল ভারতীয় দল। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে দুরমুশ করল। ম্যাচ শেষ হয়ে গেল তিনদিনের সামান্য কিছু বেশি সময়ে। প্রতিবেদনের শিরোনামে সাড়ে তিনদিন লেখা হলেও, আদপে খেলা তৃতীয় দিনের লাঞ্চ অবধিও গড়াল না।
6⃣ wickets in the morning session on Day 4 🙌
— BCCI (@BCCI) September 22, 2024
Bangladesh 234 all out in the 2nd innings.
A dominating win for #TeamIndia! 💪
Scorecard ▶️ https://t.co/jV4wK7BOKA#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/TR1RoEDyPB
চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। যে জয়ের নায়ক আর অশ্বিন। ঘরের মাঠে যিনি ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে ত্রাতা। তাঁর সেঞ্চুরিই বাংলাদেশকে পাল্টা কোণঠাসা করে দিয়েছিল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ত্রাস হয়ে উঠলেন বোলার অশ্বিন। চেন্নাইয়ের এম এ চিদম্বরম মাঠ যাঁর কাছে হাতের তালুর মতো। চেনেন প্রতিটি ইঞ্চি। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৮৮ রানে ৬ উইকেট নিলেন। ৩৭ বার টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়ে ধরে ফেললেন কিংবদন্তি শ্যেন ওয়ার্নের রেকর্ড।
আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার
অশ্বিনকে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাডেজা। বাঁহাতি স্পিনার নিলেন ৩ উইকেট। সব মিলিয়ে টেস্টে ২৯৯ উইকেট হয়ে গেল সৌরাষ্ট্রের ক্রিকেটারের। জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে গেল ২৩৪ রানে। ব্যাটে সেঞ্চুরি, বল হাতে ৬ উইকেট - ম্য়াচের সেরা হয়েছেন অশ্বিনই।
আরও পড়ুন: টানা ১৪ ওয়ান ডে জয়ে নজির অস্ট্রেলিয়ার, দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডকে ধাক্কা