Bangladesh Fan Hospitalised: অসুস্থ, নাকি মারধর করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেট ভক্তকে নিয়ে ধুন্ধুমার কানপুরে
Tiger Robi: কানপুরে ম্য়াচ চলাকালীন বিপত্তি। বাংলাদেশের এক ক্রিকেটপ্রেমী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
কানপুর: আশঙ্কা ছিলই। শুক্রবার কানপুরে (Kanpur Test) ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় বাদ সাধল বৃষ্টি। মন্দ আবহাওয়ার জন্য মাত্র ৩৫ ওভার ম্যাচ করা গেল প্রথম দিন। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ১০৭/৩।
তবে কানপুরে ম্য়াচ চলাকালীন বিপত্তি। বাংলাদেশের এক ক্রিকেটপ্রেমী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বাংলাদেশের ম্যাচ থাকলেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজির হয়ে যান টাইগার রবি (Tiger Robi)। গোটা গায়ে বাঘের আদলে রং করেন। মাথায় থাকে টেডি বাঘ। হাতে জাতীয় পতাকা। গ্যালারিকে রঙিন করে তোলেন টাইগার রবি। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যেও বেশ জনপ্রিয় তিনি। নাজমুল হোসেন শান্তদের ভারত সফরে তিনি দলের সঙ্গেই এসেছেন। চেন্নাইয়ে প্রথম টেস্টে দলের সমর্থনে গলা ফাটিয়েছিলেন। হাজির হয়েছেন কানপুরেও।
শুক্রবার আচমকা দেখা যায়, নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরাধরি করে গ্যালারি থেকে বার করে নিয়ে আসছেন। যা টিভি ক্যামেরায় দেখা যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে।
VIDEO | Bangladesh cricket team's 'super fan' Tiger Roby was allegedly beaten up by some people during the India-Bangladesh second Test match being played at Kanpur's Green Park stadium. He was taken to hospital by the police. More details are awaited.#INDvsBAN #INDvsBANTEST… pic.twitter.com/n4BXfKZhgy
— Press Trust of India (@PTI_News) September 27, 2024
পরে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই শরীর ভাল ছিল না টাইগার রবির। ডিহাইড্রেশনের শিকার তিনি। টাইগার রবিকে কানপুরের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
UPDATE 🚨
— BCCI (@BCCI) September 27, 2024
Due to incessant rains, play on Day 1 has been called off in Kanpur.
Scorecard - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/HSctfZChvp
যদিও বাংলাদেশের সুপার ফ্যান অভিযোগ করেছেন, তাঁকে মাঠে কয়েকজন স্থানীয় মারধর করেছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার ম্যাচের প্রথম সেশনে তাঁকে গ্যালারিতে বেশ স্বাভাবিক অবস্থাতেই দেখা যায়। জাতীয় পতাকা নাড়ানো, জয়োধ্বনি দেওয়া - বেশ স্বতঃস্ফূর্তই দেখিয়েছে টাইগার রবিকে। তবে পরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই খবর।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।