India vs England: ঠিক যেন সবুজ গালিচা, হেডিংলে টেস্টের আগেরদিনও পিচ এবং আউটফিল্ডে তফাৎ করা দায়
ENG vs IND: ২০১৪ সালে লর্ডসে কিন্তু এমনই এক সুবজে মোড়া পিচে অজিঙ্ক রাহানের শতরানে ভর করে ইংল্যান্ডকে পরাজিত করেছিল ভারতীয় দল।

লিডস: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে ২২ গজের দ্বৈরথ। লিডসের হেডিংলেতে শুক্রবার, ২০ জুন প্রথম টেস্ট (ENG vs IND 1st Test) খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। এই সিরিজ়ের মাধ্যমেই এক দশক পর প্রথমবার বিরাট কোহলি বা রোহিত শর্মা, দুই মহাতারকাকেই বাদ দিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দলের নেতৃত্বে তরুণ অধিনায়ক শুভমন গিল। এইটা যদি যথেষ্ট চ্যালেঞ্জিং না হয়, তাহলে টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করে রয়েছে বিরাট চ্যালেঞ্জিং এক ২২ গজ।
প্রথম টেস্ট ম্যাচের আগেরদিনও সোশ্যাল মিডিয়ায় হেডিংলে পিচের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে ২২ গজের থেকে আউটফিল্ডের পার্থক্য করাটাই বিরাট দায়। হেডিংলের পিচ যেন একেবারে সুবজে মোড়া গালিচা। পিচ প্রস্তুতকারক এই টেস্টে রান উঠার কথা বললেও, হেডিংলেতে কিন্তু বরাবরই বোলিং সহায়ক পিচ হয়ে থাকে। উপরন্তু, এই সবুজে মোড়া পিচ মানেই বোলারদের স্বর্গরাজ্য।
The Headingley pitch for the first Test Match between India vs England. 🥶 (George Dobell). pic.twitter.com/6hdcn0uFCf
— Tanuj (@ImTanujSingh) June 19, 2025
তবে একেবারে সবুজে মোড়া পিচ তৈরি পরিকল্পনা কিন্তু অতীতে ব্যাকফায়ারও করেছে। লর্ডসে অজিঙ্ক রাহানের শতরানে ভর করে ২০১৪ সালে ভারতীয় দল এক স্মরণীয় জয় পেয়েছিল। লিডসেও এমনই কিছু অপেক্ষা হতে চলেছে কি না, সেটাই দেখার বিষয়।
টেস্ট ম্যাচ শুরু হতে অল্প সময় বাকি, তবে প্রায় দুই দিন আগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিনজন ফাস্টবোলারকে বেছে নিয়েছে। এছাড়াও, বেন স্টোকসও রয়েছেন, যিনি ফাস্ট বোলিং করতে পারেন। শোয়েব বশির একমাত্র স্পিনার। দলে আরসিবির হয়ে সম্প্রতি আইপিএলে খেলা জেকব বেথেলের কোনও জায়গা হয়নি। তবে ফাস্ট বোলিংয়ে ক্রিস ওকসের প্রত্যাবর্তন ঘটেছে। তিনি ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ান্সের হয়েও মাঠে নেমেছিলেন।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ:-
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির।
ভারতীয় দল অবশ্য এখনও নিজেদের একাদশ ঘোষণা করেনি। তবে এই টেস্টের আগে ভারতীয় দলের ১৯তম ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন হর্ষিত রানা।
ভারতের টেস্ট দল:-
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, হর্ষিত ও কুলদীপ যাদব।




















