India vs England ODI LIVE: ডাডেজা, হর্ষিতের দুরন্ত বোলিং, তারকা ত্রয়ীর হাফসেঞ্চুরি, প্রথম ওয়ান ডেতে সহজ জয় ভারতের
IND vs ENG ODI Live Updates: এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে মোট ১০৭টি ম্য়াচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। ভারত মোট ৫৮ ম্য়াচ জিতেছে। ইংল্যান্ড ৪৪ ম্য়াচে জিতেছে।

Background
নাগপুর: টি-টােয়েন্টি সিরিজ অতীত। এবার সামনে ওয়ান ডে সিরিজ। আজ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড (India vs England) ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে আগামীকাল ৬ ফেব্রুয়ারি নাগপুরে মুখোমুখি হতে চলেছে ২ দল। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। গোটা সিরিজেই আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। এবার ফের একবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে।
ওয়ান ডে সিরিজের আগে ভারত ও ইংল্যান্ডের ২২ গজে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে ইতিহাস কী বলছে, তা দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে মোট ১০৭টি ম্য়াচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। ভারত মোট ৫৮ ম্য়াচ জিতেছে। ইংল্যান্ড ৪৪ ম্য়াচে জিতেছে। ২ ম্য়াচ টাই হয়েছে। ৩ ম্য়াচে ফল বেরয়নি। ভারতের মাটিতে ৫২ ম্য়াচ খেলেছে ২ দল। তার মধ্যে ৩৪ ম্য়াচ জিতেছে ভারত। ১৭ ম্য়াচ জিতেছে ইংল্যান্ড।
ওয়ান ডে সিরিজে দর্শকদের চাহিদাও বেড়েছে। কটকে টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে সেখানে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হল টিকিট কাউন্টারের সামনে। বারাবাটি স্টেডিয়ামের সামনে যা সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হল স্থানীয় পুলিশকে। সূত্রের খবর, অন্তত ১০ জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। আগামীকাল ৬ ফেব্রুয়ারি ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচ নাগপুরে। দ্বিতীয় ম্য়াচটি খেলা হবে আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বারাবাটি স্টেডিয়ামের সামনে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে-র জন্য অফলাইন টিকিট বিক্রির শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল ৯ টা থেকে। দর্শকদের মতে সেখানে ১৪ ঘণ্টার ওপরে দাঁড়িয়ে থাকার পরও টিকিট ঠিকমত পাননি। ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের দিকে আঙুল তুলেছেন সেই ব্যক্তি। নিরাপত্তা ও বন্দোবস্তেও অনেক খামতি ছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানের বন্দোবস্ত করতে হয়।
India vs England Live: দুরন্ত জয়
চার মেরে ৬৮ বল বাকি থাকতেই ভারতের জয় সুনিশ্চিত করলেন রবীন্দ্র জাডেজা। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
India vs England Live: শতরান হাতছাড়া
সেঞ্চুরির লক্ষ্যে এগোচ্ছিলেন গিল। তবে আগ্রাসী শট মারতে গিয়ে শেষমেশ ৮৭ রানেই সাজঘরে ফিরতে হল তাঁকে। অবশ্য ভারতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। জয়ের জন্য আর মাত্র ১৪ রান বাকি।




















